ভোট ও কলেজের পরীক্ষা পরপর পড়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালো বাঁকুড়া জেলার বিভিন্ন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। আন্দোলনকারীদের মধ্যে বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্র নীলাঞ্জন মণ্ডল, জীতেন মণ্ডল, বড়জোড়া কলেজের চঞ্চল মাহাতো, রাকেশ গোস্বামী, সোনামুখী কলেজের শিবদাস বন্দ্যোপাধ্যায়রা জানান, আগামী ৪ এপ্রিল জেলার জঙ্গলমহলের তিনটি কেন্দ্রে ভোট। অন্য কেন্দ্রে ভোট ১১ এপ্রিল। এ দিকে ২, ৬ এবং ৯ এপ্রিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জেলার বিভিন্ন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে। অনেকেরই পরীক্ষাকেন্দ্র হয়েছে এলাকার বাইরে বিভিন্ন কলেজ। তাঁদের কথায়, “আমাদের মধ্যে অনেকেই জঙ্গলমহলের বাসিন্দা। ভোটের সময় প্রশাসনের পক্ষ থেকে গাড়ি নিয়ে নেওয়া হয়। তা ছাড়া নির্বাচনের সময় রাস্তাঘাটে গণ্ডগোলের আশঙ্কাও থাকে। ওই সময় পরীক্ষা হলে কেন্দ্রে পৌঁছনোই মুশকিল হবে।’’
পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে পড়ুয়ারা স্মারকলিপিও দিয়েছেন জেলাশাসককে। বাঁকুড়ার জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন, “পরীক্ষা পিছিয়ে দেওয়ার এক্তিয়ার জেলা প্রশাসনের নেই। ছাত্রছাত্রীদের দাবি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।” প্রসঙ্গত, সম্প্রতি এই পরীক্ষা পিছনোর দাবিতেই বারবার অশান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর।