ফের ইন্টারনেট সংযোগ বিপর্যস্ত হওয়ায়, ব্যাহত হল পরিষেবা। ‘লিঙ্ক’ না থাকার কারণে সোমবার, পরিষেবা বিপর্যস্ত হল বোলপুরের অতিরিক্ত জেলা অবর নিবন্ধকের কার্যালয়ে (অ্যাডিশনাল ডিসট্রিক্ট সাব রেজিস্টার)। দিনভর নাকাল হতে হয়েছে দূর থেকে আসা জন সাধারণকে। অবিলম্বে ওই ‘লিঙ্ক’ সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন স্থানীয়রা। বোলপুরের এডিএসআর দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৯ এপ্রিল থেকে ওই দফতরের কাজকর্ম ‘অনলাইন’-এ শুরু হয়েছে। শুরুর পর থেকেই, জমি জায়গা ক্রয় বিক্রয় করার জন্য দলিল দস্তাবেজ নিয়ে আসা মানুষজনকে ঘণ্টার পর ঘণ্টা একাধিক দিন অপেক্ষা করতে হয়। অভিযোগ, বেশিরভাগ সময় লিঙ্ক থাকে না। ধীর গতিতে সংযোগের ফলে কাজ করাও মুশকিল হয় অনেক সময়। এ দিন সকালের দিকে একটু স্বাভাবিক থাকার পর দুপুরের পর থেকে ‘লিঙ্ক’ ছিল না।
দলিল লেখক সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র ভাণ্ডারী বলেন, ‘‘সাহেব আছেন, কর্মচারীরা আছেন, পরিকাঠামোও আছে। কিন্তু কাজ কই? মানুষ এসে অপেক্ষা করছেন। অনেকে এসে ফিরে গিয়েছেন। অবিলম্বে সমস্যা মেটাতে হবে।’’ এ দিন কেশবপুরের বাসিন্দা জিয়াউদ্দিন খান, জলালুদ্দিন খান, নতুনপুকুরের দেবযানী চট্টোপাধ্যায়, গোয়ালপাড়ার জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়েরা রেজিস্ট্রি কাজের জন্য এসেছিলেন। তাঁদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা আমরা দাঁড়িয়ে আছি। ‘লিঙ্ক’ নেই বলছে। তাই এত দূর থেকে আবার আসতে হবে।