Advertisement
০৪ মে ২০২৪

সিআইডির খোঁজখবর বলরামপুরে

এ দিন মানভূম ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলাশাসকের অফিস পর্যন্ত যায়। এ দিনও রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায় দিনভর অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০১:৩০
Share: Save:

বলরামপুরে দুই দলীয় কর্মীর অপমৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে পুরুলিয়ায় জেলাশাসকের অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। এ দিনও বিজেপির কর্মী-সমর্থকেরা প্রতিবাদ মিছিল করেন শহরে। তবে ইতিমধ্যেই নবান্নের নির্দেশে সিআইডি জেলা পুলিশকে তদন্তে সাহায্য করতে বলরামপুরে খোঁজখবর শুরু করেছে। সিআইডি-র এক কর্তা জানান, ত্রিলোচন ও দুলালের ব্যক্তি জীবন নিয়ে খোঁজ হচ্ছে।

এ দিন মানভূম ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলাশাসকের অফিস পর্যন্ত যায়। এ দিনও রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায় দিনভর অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন।

দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘এ দিন অবস্থান বিক্ষোভে ভোটের পরে মৃত দলীয় কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও ভোটের আগে অপমৃত্যু হওয়া আমটাঁড় গ্রামের জগন্নাথ টুডুর পরিবারের লোকজন যোগ দিয়েছিলেন। তাঁরাও সকলেই বলরামপুর কাণ্ডের সিবিআই তদন্ত চান।’’ লকেট বলেন, ‘‘এই আন্দোলন আমরা সারা রাজ্যে ছড়িয়ে দেব। এই ঘটনার প্রকৃত বিচার চাই।’’

বিদ্যাসাগরবাবু জানান, আজ বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিংহ অবস্থান বিক্ষোভে যোগ গিতে আসছেন। বলরামপুরেও তাঁর যাওয়ার কথা রয়েছে। ১১ জুন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসবেন। তিনি সরাসরি বলরামপুরে যাবেন বলে বিদ্যাসাগরবাবু জানান। তিনি বলেন, ‘‘জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে থাকা আমাদের পুরুষ প্রার্থীরা বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে যোগ দেবেন। শুক্রবার আসবেন মহিলা প্রার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJp CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE