Advertisement
০৪ মে ২০২৪

ব্যাঙ্ক মানেজারের শাস্তির দাবি

১০০ দিন কাজের প্রকল্পে টাকা লোপাটে যোগসাজসের অভিযোগে এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ময়ূরেশ্বর ষাটপলশা পঞ্চায়েত এলাকার মজুরেরা। সোমবার সংশ্লিষ্ট ময়ুরেশ্বর ২ ব্লকের বিডিও’র কাছে লিখিতভাবে ওই দাবি জানান ৫০ জন জবকার্ডধারী।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:৫৯
Share: Save:

১০০ দিন কাজের প্রকল্পে টাকা লোপাটে যোগসাজসের অভিযোগে এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ময়ূরেশ্বর ষাটপলশা পঞ্চায়েত এলাকার মজুরেরা। সোমবার সংশ্লিষ্ট ময়ুরেশ্বর ২ ব্লকের বিডিও’র কাছে লিখিতভাবে ওই দাবি জানান ৫০ জন জবকার্ডধারী।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে ১০০ দিন কাজের প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগে মজুরদের বিক্ষোভে তেতে রয়েছে ওই পঞ্চায়েত এলাকা। অভিযোগ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা জটিল মণ্ডলের ডান হাত হিসাবে পরিচিত সুরথ মণ্ডল ওরফে বাপ্পা বছরের পর মজুরদের জবকার্ড এবং পাশবই আটকে রেখে টিপছাপ দিয়ে ব্যাঙ্কের যোগসাজসে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। সংবাদ মাধ্যমে ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত নামে প্রশাসন। সেই তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। তারই মধ্যে স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজারের শাস্তির দাবি জানালেন মজুরেরা। আবেদনকারী মজুরদের অন্যতম নিমাই মণ্ডল, শশধর মণ্ডলরা জানান, পাশবই এবং জবকার্ড বাপ্পার কাছে জমা থাকায় ১০০ দিন কাজের প্রকল্পের টাকা তো বটেই আমাদের অনেকের নিজস্ব সঞ্চিত টাকাও গায়েব হয়ে গিয়েছে। এতদিন আমরা তা জানতেও পারিনি। ব্যাঙ্কের যোগসাজস না থাকলে এমনটা হওয়ার কথা নয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজার বাবলু দত্ত অবশ্য যোগসাজসের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’’ বিডিও সৈয়দ মাসুদুর রহমান বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank manager punishment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE