Advertisement
২৬ এপ্রিল ২০২৪
elephant

Elephant Attack: পুরুলিয়ায় বিয়েবাড়ি এসে হাতির পায়ে পিষে মৃত ধানবাদের মহিলা

মহিলাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঝাড়খন্ডের সুবর্ণরেখা নদীর তীর লাগোয়া জঙ্গলেও হাতির পালের দেখা মিলেছে।

ঝাড়খন্ডের সুবর্ণরেখা নদীর তীর লাগোয়া জঙ্গলেও হাতির পালের দেখা মিলেছে। ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১১ মে ২০২২ ০৯:৪৫
Share: Save:

বিয়েবাড়িতে এসে হাতির পায়ে পিষে মৃত্যু হল এক মহিলার। জয়পুর থানা এলাকার ঝালমামড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার দাম বেবি দেবী (৪৬)। তিনি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মহদা থানা এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা। ভাগ্নের বিয়ে উপলক্ষে ঝালমামড়া গ্রামে এসেছিলেন বেবি। বুধবার খুব ভোরে শৌচকর্ম করতে গিয়ে হাতির মুখোমুখি হন ওই মহিলা।

গ্রামের শিক্ষক পশুপতি মাহাতো বলেন, ‘‘বুধবার খুব ভোরে আচমকা হাতির সামনে পড়ে যান বেবি। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিষে মেরে ফেলে।’’

এর পর ওই মহিলাকে কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। লোকালয়ের ভিতরে হাতি ঢুকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া সুবর্ণারেখা নদী তীরবর্তী জঙ্গলের ১৫-১৮টি হাতির একটি পাল রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই ঝাড়খণ্ড লাগোয়া ঝালদা থানা এলাকার পুস্তি অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant Stampede woman killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE