Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হাতির তাণ্ডব

বন দফতর সূত্রে খবর, ১৫টি হাতির ওই দলটি গত রাতে বাঘমুণ্ডি রেঞ্জের কালমাটি বিটের কুশি, পোগরোডি ও বুরুডি মৌজা ও বুড়দা বিটের উকাদা মৌজায় বেশ কয়েক হেক্টর জমির ধান নষ্ট করে।

ক্ষতি: হাতির পায়ের চাপে নষ্ট হয়েছে ফসল। বাঘমুণ্ডিতে। নিজস্ব চিত্র

ক্ষতি: হাতির পায়ের চাপে নষ্ট হয়েছে ফসল। বাঘমুণ্ডিতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঘমুণ্ডি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

সামাজিক বনসৃজন প্রকল্পে লাগানো গাছ ও প্রকল্পের ফলক উপড়ে ফেলল হাতির দল। বুধবার সকালে বাঘমুণ্ডি রেঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, নিশ্চিন্তপুর গ্রামের কাছে সামাজিক বনসৃজন প্রকল্পে শালগাছ লাগানো হয়েছিল। এ দিন সকালে হাতির দলটি ওই প্রকল্প এলাকায় ঢুকে বেশ কয়েক হেক্টর এলাকার গাছ তছনছ করে। উপড়ে ফেলে প্রকল্পের ফলকও।

বন দফতর সূত্রে খবর, ১৫টি হাতির ওই দলটি গত রাতে বাঘমুণ্ডি রেঞ্জের কালমাটি বিটের কুশি, পোগরোডি ও বুরুডি মৌজা ও বুড়দা বিটের উকাদা মৌজায় বেশ কয়েক হেক্টর জমির ধান নষ্ট করে। দলটিতে চারটি দাঁতাল ও দু’টি শাবক রয়েছে। ওই দলে আগে ১৩টি হাতি ছিল। ঝাড়খণ্ড থেকে অন্য একটি দল কয়েক দিন আগে এলাকায় ঢোকে। সেই দলের দু’টি হাতি এই দলের সঙ্গে যোগ দেয়। আর বাকি আটটি হাতি ফের সুবর্ণরেখা পার হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে বলে দন দফতর জানায়।

এ দিন সকালে যে দলটি নিশ্চিন্তপুরে হামলা চালায়, সেটি দু’ভাগ হয়ে বুড়দা গ্রাম ও নিশ্চিন্তপুরের কাছে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাঘমুণ্ডি রেঞ্জ আধিকারিক মনোজকুমার মল্ল জানান, দলটির গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। হুলাপার্টি দিয়ে দলটিকে ও পারে খেদানোর চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wildlife Baghmundi Civic Issues
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE