Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Murder

অনলাইন গেমের ফাঁদে পা! পুরুলিয়ায় পাঁচ বছরের মেয়েকে ‘খুন’ বাবার, উদ্ধার রেলকর্মীরও দেহ

পুরুলিয়ার রেলশহর আদ্রায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে অনুমান, বাবাই তাঁর পাঁচ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন।

মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আদ্রা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ২২:০৯
Share: Save:

মোবাইলে অনলাইন গেম খেলতে গিয়ে প্রচুর দেনা হয়ে গিয়েছিল বাজারে। ঋণ শোধের জন্য প্রায়ই বাড়ি এসে তাগাদা দিতেন পাওনাদারেরা। এতে গত কয়েক দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন রেলকর্মী। রবিবার তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হল। উদ্ধার হয়েছে রেলকর্মীর মেয়ের দেহও। পুরুলিয়ার রেলশহর আদ্রায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে অনুমান, বাবা-ই তাঁর ৫ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মৃত অমর মোদক (৩৫) রেলের চতুর্থ শ্রেণির কর্মী। মেয়ের নাম অঙ্কিতা। আদ্রার বাসিন্দা তাঁরা। পড়শিরা জানান, অনলাইন গেমের ফাঁদে পড়েছিলেন অমর। সেই গেম খেলতে গিয়ে অনেকের থেকে ঋণ নিয়েছিলেন। মৃতের স্ত্রী যমা মোদক জানান, বাজারে কয়েক লাখ টাকার দেনা হয়ে গিয়েছিল স্বামীর। তার জন্য মাঝেমাঝেই পাওনাদারের চাপ দিতেন। দেনা শোধ করতে না পারায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অমর। যমার কথায়, ‘‘মাঝে মাঝেই ও (অমর) বলত, তিন জনেই মরে যাব! আমি ওকে অনেক বুঝিয়ে ছিলাম। আমার বাবাও সাহায্য করেছিলেন। তার পরেও কেন এমন করল! আমাকেও মেরে ফেলতে পারত। আমায় কেন বাঁচিয়ে রাখল?’’ স্ত্রীর দাবি, ‘‘আমার খাবারে হয়তো কিছু মিশিয়ে দিয়েছিল অমর। আমি গভীর ঘুমে চলে যাওয়ার পর এই কাণ্ড ঘটায় স্বামী! মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’’

খবর পেয়েই ঘটনাস্থলে এসে বাবা ও মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামিকাল (সোমবার) দু’টি দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE