Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জেলার পাঁচ কন্যাশ্রী পুরস্কৃত

বরাবাজার ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রীদের নাম— বাঘমুণ্ডির উসুলডুংরি গ্রামের সুস্মিতা মান্ডি, বরাবাজার থানার বাসিন্দা খাওয়াসডি গ্রামের কল্পনা সোরেন ও সুজাতা মান্ডি, কালাচাঁদপুর গ্রামের শকুন্তলা হেমব্রম এবং আমাগোড়া গ্রামের কল্যাণী হেমব্রম।

কলকাতায় পুরস্কার নিতে গিয়ে বরাবাজারের পাঁচ তিরন্দাজ। নিজস্ব চিত্র

কলকাতায় পুরস্কার নিতে গিয়ে বরাবাজারের পাঁচ তিরন্দাজ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বরাবাজার শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ২৩:৩১
Share: Save:

কন্যাশ্রী দিবসে বরাবাজারের পাঁচ আদিবাসী ছাত্রী রাজ্যস্তরে কন্যাশ্রী পুরস্কার পেল। মঙ্গলবার কলকাতায় কন্যাশ্রী দিবসে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজ্য থেকে মোট ২০ জন ছাত্রী মঙ্গলবার কন্যাশ্রী পুরস্কার পেয়েছে। তার মধ্যে পুরুলিয়ার বরাবাজারে ‘লক্ষ্য অ্যাকাডেমি’র (তিরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র) পাঁচ ছাত্রী তিরন্দাজিতে বিশেষ পারদর্শিতার জন্য এই পুরস্কার পায়।

বরাবাজার ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রীদের নাম— বাঘমুণ্ডির উসুলডুংরি গ্রামের সুস্মিতা মান্ডি, বরাবাজার থানার বাসিন্দা খাওয়াসডি গ্রামের কল্পনা সোরেন ও সুজাতা মান্ডি, কালাচাঁদপুর গ্রামের শকুন্তলা হেমব্রম এবং আমাগোড়া গ্রামের কল্যাণী হেমব্রম।

বরাবাজারের বিডিও শৌভিক ভট্টাচার্য জানান, বরাবাজারের এটিএম গ্রাউন্ডে ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে দু’বছর ধরে একটি তিরন্দাজি প্রশিক্ষণ কেন্দ্র চলছে। কয়েক মাস আগে সাইয়ের তত্ত্বাবধানে বরাবাজারে রাজ্যস্তরের তিরন্দাজি প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় এই পাঁচ ছাত্রীর দক্ষতা সাইয়ের প্রশিক্ষকদের নজরে পড়ে। সাইয়ে থেকে প্রশিক্ষণ পাওয়ার জন্য তারা নির্বাচিত হয়েছিল।

চলতি বছরের মার্চ মাস থেকে এই পাঁচ ছাত্রী কলকাতায় সাইয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে। মঙ্গলবার তাদের হাতেই রাজ্যস্তরের কন্যাশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এ দিন ফোনে পাঁচ ছাত্রী জানায়, কন্যাশ্রী পুরস্কার পেয়ে তারা দারুণ খুশি। পাশাপাশি, সাইয়ে থেকে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা পুরুলিয়ায় কাজে লাগানোর ইচ্ছাও প্রকাশ করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanyasree Award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE