রান্নার গ্যাস লিক করে অগ্নিকাণ্ড বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্জিডাঙা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকার একটি বাড়িতে রান্না করার সময়ে আচমকাই গ্যাস লিক করতে শুরু করে। তার জেরে আগুন লেগে ঝলসে যান কলকাতা পুলিশের এক এএসআই (অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর) এবং তাঁর দুই আত্মীয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিডাঙা এলাকায় শুক্রবার রাতে নিজের বাড়িতে রান্না করছিলেন সবিতা পাল। রান্না করার সময়ে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়। তখন অন্য একটি সিলিন্ডার এনে ওভেনের সঙ্গে সংযোগ করার চেষ্টা করছিলেন সবিতা। সমস্যা হওয়ায় সেই কাজে তাঁকে সাহায্য করছিলেন সবিতার ভাসুর, অবসরপ্রাপ্ত সেনাকর্মী জগন্নাথ পাল এবং তাঁর জামাই সঞ্জয় কুণ্ডু। সঞ্জয় কলকাতা পুলিশের এএসআই। সেই সময় সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে বলে অভিযোগ। তখন লাইটার জ্বালাতেই দাউদাউ করে গোটা রান্নাঘরে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘরের জিনিসপত্র। ঝলসে যান সবিতা, জগন্নাথ এবং সঞ্জয়। আহতদের দেখতে হাসপাতালে যান বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, পুরপ্রধান গৌতম গোস্বামী।
বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম বলেন, ‘‘স্থানীয় কাউন্সিলরের থেকে আগুন লাগার খবর পেয়ে কাউন্সিলর এবং উপ-পুরপ্রধানকে সঙ্গে নিয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আহত তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক।’’ বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘‘আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সর্বতোভাবে চেষ্টা করছেন। আমরাও পরিবারের পাশে রয়েছি।’’