Advertisement
E-Paper

পতাকার রঙে উড়ছে আবির

আজ, দোলের দিন এবং আগামিকাল শুক্রবার হোলিতেও আবির নিয়ে কর্মীরা পথে নামবেন বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০২:৪৮
পথে: প্রচারে মৃগাঙ্ক মাহাতো। পরুলিয়ার ভাগাবাঁধ পাড়ায় গেরুয়া আবির কিনছেন বিজেপি কর্মীরা। বাঁকুড়ার পথে তৃণমূল কর্মীরা। বুধবার। ——নিজস্ব চিত্র

পথে: প্রচারে মৃগাঙ্ক মাহাতো। পরুলিয়ার ভাগাবাঁধ পাড়ায় গেরুয়া আবির কিনছেন বিজেপি কর্মীরা। বাঁকুড়ার পথে তৃণমূল কর্মীরা। বুধবার। ——নিজস্ব চিত্র

সামনেই ভোট। তাই দোলকে জনসংযোগে ব্যবহার করতে উঠেপড়ে লেগেছেন প্রায় সব দলের নেতা-কর্মীরা। কেউ বা প্রচারে বেরোবেন দলের পতাকার রঙে সবুজ আবির নিয়ে। কেউ বা বেছে নেবেন গেরুয়া আবির। তৃণমূল ও বিজেপির সঙ্গে ভোট ময়দানে নেমে রঙের উৎসব থেকে দূরে থাকতে নারাজ বামেরাও। তাই সিপিএমের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, তাঁরা প্রচারে বেরোবেন লাল আবির নিয়ে।

কার্যত, দোলের আগের দিন, বুধবার থেকেই দুই জেলার বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে আবির নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোট-প্রার্থনা করতে বেরিয়ে পড়েছেন বিভিন্ন দলের কর্মীরা। আজ, দোলের দিন এবং আগামিকাল শুক্রবার হোলিতেও আবির নিয়ে কর্মীরা পথে নামবেন বলে জানিয়েছেন।

এ দিন থেকেই সবুজ আবির নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো। পুরুলিয়া শহরের যে এলাকায় ওই চিকিৎসক প্রার্থী রোগী দেখেন, সেই ট্যাক্সি স্ট্যান্ডে তিনি পরিচিতজনদের মুখে সবুজ আবির মাখান। দোলের আগাম শুভেচ্ছার সঙ্গে তাঁকে ভোট দেওয়ার কথাও মনে করিয়ে দেন। মৃগাঙ্কবাবু বলেন, ‘‘দোলের দিনে প্রচারে অবশ্যই আবির নিয়ে বেরব। দোল খেলার সঙ্গেই প্রচার সারব।’’

বাঁকুড়া শহরেও এ দিন দলীয় কর্মীদের নিয়ে পথে নামেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়। তাঁরই ফাঁকে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে প্রচারও সারলেন তাঁরা। শিবাজী বলেন, “ভোটের মধ্যে দোল পড়ে যাওয়ায় কর্মীরা খুশি। এক দিন আগেই নেমে পড়লাম।”

বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ খাঁ বলেন, “ওন্দার সুর্পানগরে দোল উপলক্ষে বিশেষ উৎসব হয়। ওই এলাকা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে সেখানকার দলীয় প্রার্থী শ্যামল সাঁতরাকে ডেকে নেব। সবুজ আবির নিয়েই আমরা ভোট প্রচারেও নামব।”

প্রার্থী ঘোষণা না হলেও বিজেপি অবশ্য সঙ্ঘবদ্ধ ভাবে দোল ও হোলিতে প্রচারে নামতে চাইছে পুরুলিয়ায়। দল সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন ধরে জেলার প্রতিটি মণ্ডলে দলের পতাকা বাদ দিয়ে দোল ও হোলির উৎসব পালন করতে বলা হয়েছে।

জেলা সভাপতি বিদ্যাসাগরবাবুর দাবি, ‘‘ভোটগণনার দিন, পুরুলিয়া জুড়ে সে দিন গেরুয়া আবির তো উড়বেই। তাই দোল ও হোলির দিনে আমাদের কর্মীদের মিছিল করে বেরিয়ে বাসিন্দাদের সঙ্গে গেরুয়া আবির খেলে তাঁদের এই রং সম্পর্কে আগাম পরিচিতি ঘটাতে চাইছি।’’

হোলির দিন কী ভাবে প্রচারে নামবে, তা ঠিক করতে বুধবার আস্ত একটি বৈঠক করে ফেললেন বাঁকুড়ার বিজেপি কর্মীরা। এ দিন প্রতাপবাগানে দলীয় কার্যালয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র দলের মণ্ডল কমিটির নেতৃত্বকে নিজ নিজ এলাকায় আবির নিয়ে প্রচারে নামতে বলেন।

তিনি বলেন, “গেরুয়া রঙের আবির নিয়ে প্রত্যেকটি মণ্ডলে আমাদের কর্মীরা প্রচারে নামবেন। আমি নিজে রাইপুর ব্লকে থাকব।’’

বামেদের অবশ্য দোলের দিনে অতীতে সে ভাবে রং নিয়ে প্রচার করতে দেখা যায়নি। এ বার অবশ্য তাঁদের কর্মীরা বিশেষ করে যুব কর্মীরা পাড়া বিধানসভা এলাকায় দোলের দিনে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের লাল আবির মাখিয়ে শুভেচ্ছা জানাবেন বলে দাবি করেছেন সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীননাথ লোধা।

তাঁর বক্তব্য, ‘‘ “আমরা সবাইকে লাল আবির মাখাব। তবে কেউ সবুজ বা গেরুয়া আবির মাখাতে চাইলে, আপত্তি করব না। রঙের উৎসবে রাজনৈতিক মত পার্থক্য থাকা উচিত নয়।”

সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতিও বলেন, ‘‘কোনও এলাকায় গিয়ে সাধারণ মানুষের ইচ্ছা হলে প্রার্থী নিশ্চই আবির খেলবেন।”

খুশি ব্যবসায়ীরাও। বাঁকুড়ার ব্যবসায়ী গোবিন্দ দত্ত, সন্টু দাস বলেন, “অন্য সব রংকে পিছনে ফেলে দিয়েছে সবুজ, গেরুয়া, লাল রঙের আবির। ভোটের হাওয়ায় আমাদের ব্যবসাও গতি পেয়েছে।”

Holi Holi Celebration Purulia Lok Sabha Election 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy