Advertisement
০২ মে ২০২৪

বধূ খুনের নালিশ, ধৃত স্বামী-শাশুড়ি

বধূকে পুড়িয়ে খুন করার অভিযোগে স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল সাঁতুড়ির চাঁদুডি গ্রামের বাসিন্দা বধূর স্বামী আনন্দ কিস্কু ও শ্বাশুড়ি দুর্গামণি কিস্কু। রবিবার দুপুরের দিকে তাদের বাড়ি থেকে ধরা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে চাঁদুডি গ্রামে আনন্দর বাড়ির খামার থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রী সোহাগি কিস্কুর (২৩) অগ্নিদগ্ধ দেহ।

নিজস্ব সংবাদদাতা
সাঁতুড়ি শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০০:৪৩
Share: Save:

বধূকে পুড়িয়ে খুন করার অভিযোগে স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল সাঁতুড়ির চাঁদুডি গ্রামের বাসিন্দা বধূর স্বামী আনন্দ কিস্কু ও শ্বাশুড়ি দুর্গামণি কিস্কু। রবিবার দুপুরের দিকে তাদের বাড়ি থেকে ধরা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে চাঁদুডি গ্রামে আনন্দর বাড়ির খামার থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রী সোহাগি কিস্কুর (২৩) অগ্নিদগ্ধ দেহ। আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের আগেই তাঁদের সম্পর্ক ছিল। শালতোড়া থানার বাঁশপিটালি গ্রামে সোহাগির বাপের বাড়ি।

বধূর বাবা শ্যাম কিস্কু এ দিন পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, পণের দাবিতে তাঁর মেয়েকে খুন করেছে জামাই ও বেয়ান। তিনি জানান, রবিবার ভোরে জামাই ফোন করে জানিয়েছিল আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে সোহাগির। খবর পেয়ে চাঁদুডি গ্রামে গিয়ে তিনি দেখেন খামারে মেয়ের অগ্নিদগ্ধ দেহ পড়ে রয়েছে। তাঁর কথায়, ‘‘বাড়ির পিছনে খামারে কী ভাবে আগুন লেগে মেয়ের মৃত্যু হয়েছে জানতে চাইলে জামাই ও মেয়ের শ্বাশুড়ি সদুত্তর দিতে পারেনি। ওদের বিরুদ্ধে মেয়েকে খুন করার অভিযোগ জানিয়েছি।’’ তাঁর দাবি, বিয়ের আগে থেকেই তাঁর মেয়ের সঙ্গে আনন্দর সম্পর্ক ছিল। সোহাগির বাপের বাড়ির লোকেরা ওদের বিয়ে মেনে নিলেও তা মানতে চায়নি আনন্দর মা দুর্গামণি। বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাতেন শ্বাশুড়ি— এমনই অভিযোগ নিহত বধূর বাবার। পুলিশ জানিয়েছে,তাঁর অভিযোগের ভিত্তিতে দু’জনকে খুনের অভিযোগে ধরা হয়েছে। সকালে দেহ উদ্ধারের পরে রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক ঘোষ ও মৃতার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল করেছেন রঘুনাথপুর ১ ব্লকের বিডিও সুনীতিকুমার গুছাইত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE