Advertisement
০৫ মে ২০২৪

সংসার সামলে রবিবাসরীয় প্রচার

সকলেই গৃহ বধূ। সকলেই রাজনৈতিক দলের হয়ে পুরভোটের ময়দানে নেমেছেন এ বার। সংসার সামলেও গত কয়েকদিনে রুটিনে তাঁদের যথেষ্ট অদলবদল হয়েছে। শেষ রবিবারের প্রচারেও একে অপরকে টেক্কা দিতে মাঠে নামলেন সিউড়ির চার রাজনৈতিক দলের মহিলা প্রার্থী।

দয়াল সেনগুপ্ত
সিউড়ি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ০১:৩৫
Share: Save:

সকলেই গৃহ বধূ। সকলেই রাজনৈতিক দলের হয়ে পুরভোটের ময়দানে নেমেছেন এ বার। সংসার সামলেও গত কয়েকদিনে রুটিনে তাঁদের যথেষ্ট অদলবদল হয়েছে। শেষ রবিবারের প্রচারেও একে অপরকে টেক্কা দিতে মাঠে নামলেন সিউড়ির চার রাজনৈতিক দলের মহিলা প্রার্থী।

শিপ্রা মজুমদার, এবার সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। স্বামী অভিজিৎ মজুমদার আবার সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। অভিজিতবাবু স্ত্রীর সঙ্গে রয়েছেন ঠিকই কিন্তু তাই বলে শিপ্রাদেবী হাট গুটিয়ে বসে নেই। যেদিন থেকে মনোনয়ন জমা হয়েছে তারপর থেকে দু’বেলা বাড়ি বাড়ি প্রচার চলছে। রবিবারও সেই প্রচারে ভাটা পড়েনি। শিপ্রাদেবী বললেন, ‘‘সকালে রান্নাবান্না করে মেয়েকে কলেজে পাঠিয়েই প্রচারে বেরিয়ে যাই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরই রোজ বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রচার চলে।’’

রবিবার?

শিপ্রাদেবী বললেন ‘‘রবিবারটা তো আরও স্পেশ্যাল। সকলকেই বাড়িতে পাওয়া যায়। আজ বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করছি। প্রথম দিন উজ্জ্বলদা (বিদায়ী তৃণমূল পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়) আমাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি জিতছি।’’ এবার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পুতুল মুখোপাধ্যায়ের স্বামী সমীর মুখোপাধ্যায় জেলা প্রশাসনের অস্থায়ী কর্মী। ছেলে মেয়ে বড়। তবে দু’জনেই পড়াশুনা করে। এমনিতে এই ওয়ার্ডে এবার লড়াই মোটেই সহজ নয়। গত কয়েকবার বামপন্থীদের দখলে রয়েছে এই ওয়ার্ড। কিন্তু নিজে যথেষ্ট লড়াই দিতে পারবেন বলে অশাবাদী পুতুলদেবী। কেমন হল এ দিনের প্রচার? পুতুলদেবী বলেন, ‘‘এ দিন খুব ভোরে উঠে সকাল আটটার মধ্যে রান্না সেরে বেড়িয়ে পড়েছি। বাজার, বাড়ি বাড়ি প্রচার চলছেই। তাছাড়া যেখানেই দু’চারজনকে এক সঙ্গে দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়াচ্ছি। ভোট দেওয়ার আবেদন করছি। স্কুল বা অফিস ছুটির পাশাপাশি সিউড়ি শহরে ব্যবসাও বন্ধ থাকে রবিবারটায়। সকলকেই বাড়িতে পাব।’’

রবিবার বিকালেও একই ভাবে প্রচার করেছেন বলে জানান পুতুলদেবী। দুপুরে বাড়িতে ঢুকে পরিবারের সকলকে খেতে দিয়ে এবং নিজে খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নিয়ে ফের বেরিয়ে পড়েছিলেন প্রচারে। রবিবার ছুটির দিন বলে প্রচারে ঢিলে দিতে নারাজ ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মণিদীপা মুখোপাধ্যায়ও। এই ওয়ার্ডে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিই। মণিদীপাদেবী অবার বিদায়ী তৃণমূল পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়ের ভাইঝি। তাই লড়াইয়ে কে জেতে সেই নিয়ে ওয়ার্ডবাসীদের মধ্যেই কৌতুহল রয়েছে। এখন থেকেই তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা। অন্যদিনও এই প্রার্থী চুটিয়ে প্রচার করেন। রবিবার হলেও এ দিনও মেতেছিলেন পুর-প্রচারে। চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্না সেরে তাঁকে বেরোতে হয়। মণিদীপা বলেন, ‘‘আজ স্বামীর অফিস নেই। মেয়েরও ছুটি, তাই সকাল সকাল আমার ওয়ার্ডের পাড়ায় প্রচার সারলাম। বিকালে রূপাদি(রূপা গঙ্গোপাধ্যায়) আসার আগে যতটা প্রচার করা যায়।’’

রবিবাসরীয় পথে প্রচারে নেমে ৪ নম্বর ওয়ার্ডের ফরোয়ার্ড ব্লকের প্রার্থী, জয়াবতী দাসও এ দিন বাড়ি বাড়ি প্রচার সারেন। তাঁর শরীর খারাপ থাকায়, এ দিন একটু দেরি করে প্রচারে বের হন। মূলত সন্ধ্যায় তিনি এলাকা ঘোরেন। বলেন, ‘‘রবিবার হলেও, হাতে আর সময় নেই। তাছাড়া এ দিন অনেকেই বাড়িতে থাকেন। সকলকে একসঙ্গে পাওয়া যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE