Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Parui

পাড়ুই, নানুরে বোমা উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার খবর আসে সালন গ্রামে বেশ কিছু বোমা মজুত করে রাখা হয়েছে।

সালনে উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

সালনে উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পাড়ুই ও নানুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০৩:৫৬
Share: Save:

গোপন সূত্রে পাওয়া খবরে শনিবার রাতে তল্লাশি চালিয়ে পাড়ুইয়ের সালন গ্রাম থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। রবিবার সিআইডি বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। রবিবার সকালে নানুরের সরডাঙ্গা গ্রাম থেকেও ২টি ড্রামভর্তি প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার খবর আসে সালন গ্রামে বেশ কিছু বোমা মজুত করে রাখা হয়েছে। রাতেই পাড়ুই থানার ওসির নেতৃত্বে পুলিশবাহিনী প্রথমে সালন গ্রামে পৌঁছয়। গ্রামের একটি পুকুর পাড়ে তল্লাশি চালিয়ে মাটি খুড়ে একটি ড্রাম ও বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বোমাগুলি এ দিন পাড়ুই থানা এলাকার একটি নির্জন জায়গায় নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কোয়াড। কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও বহু বার পাড়ুই থানার গোলাপবাগ, তালিবপুর সহ বেশ কিছু এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। গ্রামের আশেপাশে আর কোনও জায়গায় বোমা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার খবর নেই।

অন্য দিকে, কয়েক দিন আগে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে উঠেছিল নানুরের সরডাঙ্গা গ্রাম। বোমাবাজির ঘটনাও ঘটে। এলাকা দখল তথা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ওই সংঘর্ষ হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানেননি। তবে সংঘর্ষে এক জন আহত হন। ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার মধ্যে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এ দিন সকালে ওই গ্রাম থেকেই প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরপাড়ে বাঁশঝোঁপের ভিতরে ২টি ড্রামভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। তার জেরেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অবশ্য জানিয়েছে, গ্রামে নজরদারি রয়েছে। বোমা মজুতের কারণ জানার চেষ্টা হচ্ছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parui Nanur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE