অগস্টে পঞ্চায়েত মামলার রায়ের পরে বিজয় মিছিলকে ঘিরে তৃণমূলের দুই ‘গোষ্ঠীর’ মধ্যে সংঘাত ও বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সদাইপুর থানা এলাকার তুরুকবড়িহাট। মাসখানেক পরে রবিবার ফের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটল ওই গ্রামে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ১ ব্লকের ভূরকুনা অঞ্চলের মধ্যেই রয়েছে ওই গ্রামটি। দীর্ঘদিন ধরেই সেখানে তৃণমূলের দু’টি বিবাদমান গোষ্ঠী রয়েছে। একটি ক্ষমতাসীন, অন্যটি বিক্ষুব্ধ। গত বার ঝামেলা বেঁধেছিল পঞ্চায়েত মামলার রায়ের বিজয় উৎসব ঘিরে।
জেলা পরিষদের বোর্ড গঠনের পরে সভধিপতি বিকাশ রায়চৌধুরী সহ ৪১ সদস্যের সঙ্গে শুক্রবার সিউড়িতে অনুষ্ঠিত সভায় একপক্ষের ডাক না পাওয়া ঘিরে এ দিন ঘটনার সূত্রপাত। অভিযোগ, বিক্ষুব্ধদের দমাতে বোমাবাজি করে শাসকদলের ক্ষমতসীন গোষ্ঠী।