Advertisement
১৮ মে ২০২৪

বিপক্ষের জেরা শুরু

সাগর ঘোষ হত্যা মামলায় বিপক্ষের আইনজীবীদের জেরা শুরু হল। মঙ্গলবার নিহতের স্ত্রী সরস্বতী ঘোষ বিপক্ষের আইনজীবী আদ্যানাথ চট্টোপাধ্যায়ের জেরার মুখে পড়েন। তবে এ দিন শুধু মাত্র নিহত সাগরবাবুর বসতবাড়ি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে চান বিপক্ষের আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০০:০৯
Share: Save:

সাগর ঘোষ হত্যা মামলায় বিপক্ষের আইনজীবীদের জেরা শুরু হল। মঙ্গলবার নিহতের স্ত্রী সরস্বতী ঘোষ বিপক্ষের আইনজীবী আদ্যানাথ চট্টোপাধ্যায়ের জেরার মুখে পড়েন। তবে এ দিন শুধু মাত্র নিহত সাগরবাবুর বসতবাড়ি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে চান বিপক্ষের আইনজীবী। সিউড়ির জেলা জজ ইন্দ্রনীল ভট্টাটার্যের এজলাসের ঘটনা।

সরকারি আইনজীবী রণজিত গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এ দিন সরস্বতী দেবীর সম্পূর্ণ জেরা হয়নি। বুধবার ফের সরস্বতীদেবীকে জেরা করবেন বিপক্ষের আইনজীবী। সঙ্গে ওঁর পুত্রবধূ শিবানী ঘোষকে জেরা করার আর্জি জানান বিপক্ষের আইনজীবী।’’ প্রসঙ্গত ২০১৩ সালে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের বাড়িতেই খুন হন পাড়ুইয়ের বাঁধ নবগ্রামের বাসিন্দা সাগর ঘোষ। সিআইডির বিশেষ তদন্তকারি দল সিটের করা তদন্তের ভিত্তিতে মোট ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে। বিচার প্রক্রিয়া চলছে। নিহতের স্ত্রী, সরস্বতীদেবী, পুত্রবধূ শিবানী দেবীর ছেলে হৃদয় ঘোষ ও নাতি তন্ময় ঘোষ ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু তখন বিপক্ষের আইনজীবীরা সাক্ষ্যদের কোনও জেরা বা সাওয়াল করেননি। সোমবার থেকে পরপর চার দিন সেই সওয়ালের দিন ধার্য ছিল। তবে এক অবসরপ্রাপ্ত এপিপি-র মৃত্যুতে সোমবার বিচার প্রক্রিয়া স্থগিত ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE