Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রাজ্যে তৃতীয় কয়থা

রাজ্যে সমবায় মেলাতে সার্বিক সাফল্য বিচার করে বীরভূম জেলার ৩২১টি কৃষি উন্নয়ন সমিতির মধ্যে লাভপুর ব্লকের মিরিটি ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি সমবায়রত্ন পুরস্কার পেল। এছাড়া নলহাটি ১ ব্লকের সুলতানপুর সমবায় সমিতি সমবায় ভূষণ এবং লাভপুর ব্লকের ইন্দাস অঞ্চল সমবায় সমিতি সমবায়শ্রী পুরস্কার পেল।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০১:৩৯
Share: Save:

রাজ্যে সমবায় মেলাতে সার্বিক সাফল্য বিচার করে বীরভূম জেলার ৩২১টি কৃষি উন্নয়ন সমিতির মধ্যে লাভপুর ব্লকের মিরিটি ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি সমবায়রত্ন পুরস্কার পেল। এছাড়া নলহাটি ১ ব্লকের সুলতানপুর সমবায় সমিতি সমবায় ভূষণ এবং লাভপুর ব্লকের ইন্দাস অঞ্চল সমবায় সমিতি সমবায়শ্রী পুরস্কার পেল। স্বয়ম্ভর গোষ্ঠীর জন্য রাজ্যে তৃতীয় পুরস্কার পেল নলহাটি ১ ব্লকের কয়থা কৃষি উন্নয়ন সমবায় সমিতি। তবে স্বয়ম্ভর গোষ্ঠীর জন্য বীরভূম জেলার প্রথম হয়েছে কয়থা সমবায় সমিতি। সাঁইথিয়া ব্লকের শ্রীনিধিপুর সমবায় ও সিউড়ি ১ ব্লকের দেশালপুর সমবায় সমিতি পুরস্কৃত হল।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমবায় মেলায় বৃহস্পতিবার রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়ের হাত থেকে সমবায় সমিতিগুলির ম্যানেজার ও সমিতির পরিচালন সমিতির প্রতিনিধিরা ওই পুরস্কার গ্রহন করেন। নলহাটি ১ ব্লকের কয়থা কৃষি উন্নয়ন সমিতির ম্যনেজার আব্দুস খালেক বলেন, ‘‘সমবায় সমিতিতে ১০৫টি স্বনির্ভর দল আছে। তাদের মধ্যে কয়থা গ্রামের শিবসাগর পাড়া স্বয়ম্ভর গোষ্ঠী এ দিন রাজ্যে তৃতীয় এবং জেলাতে প্রথম স্থান পেল।’’ আব্দুস খালেক জানান, পুরস্কৃত স্বনির্ভর গোষ্ঠীটি ২০০৭ সালের। দলের ১২ জন মহিলা সদস্য আছেন। তাদের মধ্যে কেউ হাতের কাজ করেন, কেউ বা পশু পালন করেন। ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বয়ম্ভর গোষ্ঠীর সমবায় সমিতিতে জমা আছে ১ লক্ষ ৩ হাজার টাকা জমা আছে।

নলহাটি ১ ব্লকের দুটি সমবায় সমিতিতে রাজ্যে পুরস্কার পেয়েছে। ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টর অনুপকুমার বসাক বলেন, ‘‘সমবায় ব্যাঙ্ক বন্ধ থাকার সময় নলহাটি ১ ব্লকের অধীন ২০টি সমবায় সমিতির মধ্যে ৬টি সমবায় সমিতিতে প্রতিনিয়ত কাজ হয়েছে। তার মধ্যে কয়থা ও সুলতানপুর দুটি কৃষি উন্নয়ন সমিতি আছে।” অনুপকুমার জানান, কয়থা সমবায় সমিতিতে জমার পরিমাণ প্রায় ১০ কোটি এবং সুলতানপুরের জমার পরিমান প্রায় তিন কোটি। ব্লকের অধীনে দুটি সমবায় সমিতির সাফল্যে খুশী অনুপকুমার বলেন, ‘‘এই সাফল্য জেলাতে অন্যান্য সমবায় সমিতিগুলিকে পথ দেখাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Self help group State Level Third Position
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE