মিছিলে হাঁটার ‘অপরাধে’ এক বিজেপি কর্মীকে ছুরি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, ওই দুষ্কৃতীরা তৃণমূলের আশ্রিত। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইলামবাজার থানার শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত এই নিয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার জেলার প্রতিটি থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। ইলামবাজারেও বিজেপির পক্ষ থেকে বুধবার কয়েক হাজার কর্মী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামের বাসিন্দা, পেশায় ভাঙাচোরা জিনিস ব্যবসায়ী বিজেপি সমর্থক শেখ মোজাম।
মোজামের পরিবারের অভিযোগ, বিজেপির মিছিলে যোগ দেওয়ার পরই বিকেল থেকে নানা ভাবে হুমকি দিচ্ছিল এলাকার তৃণমূল কর্মীরা। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার সময় শেখ মোজামের পথ আটকান কিছু তৃণমূল কর্মী। বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের পরে ডান হাতে ছুরির আঘাত করা হয় বলেও অভিযোগ। গ্রামবাসীই উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। শুক্রবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইলামবাজার থানায় লিখিত অভিযোগ করেন আহতের স্ত্রী জ্যোৎস্না বিবি। তাঁর অভিযোগ, ‘‘শুধু বিজেপি করার অপরাধে স্বামীর উপরে এ ভাবে আক্রমণ চালিয়েছে
তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ যেন দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করে।’’ বিজেপির ইলামবাজারের ব্লক সভাপতি চিত্তরঞ্জন সিংহ বলেন, ‘‘আমাদের দলের কর্মসূচিতে
বুধবার যোগ দিতে এসেছিলেন ওই বিজেপি সমর্থক। তাই তৃণমূলের বাহিনী পরিকল্পনা করে কর্মীর উপরে হামলা চালায়।’’
ইলামবাজারে তৃণমূলের ব্লক সভাপতি ফজলুল রহমানের দাবি, ‘‘সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।
তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি কর্মীরা এ কাজ করেছে। এটি সাজানো ঘটনা। পুলিশকে বলব নিরপেক্ষ তদন্ত করতে।’’