Advertisement
E-Paper

সমঝোতার ইঙ্গিত রেখে বামেদের তালিকা প্রকাশ

বাকি ৮টি ওয়ার্ডে তৃণমূল এবং বিজেপিকে হারাতে ভোটাররা তাঁদের দায়িত্ব পালন করবেন বলে মনে করেন তিনি। ঘটনা হল, এই রণকৌশলে বাকি ৮টি ওয়ার্ডে কার্যত কংগ্রেসের সঙ্গে অলিখিত জোটের ইঙ্গিত দিল বামফ্রন্ট নেতৃত্ব।

অপূর্ব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০২:২৬

‘‘এলাকায় সাংগঠনিক ক্ষমতা কমেছে।’’— নলহাটি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে এসে সে কথা স্বীকার করলেন বীরভূম জেলা বামফ্রন্টের আহ্বায়ক মনসা হাঁসদা। শনিবার এবং প্রার্থী তালিকা প্রকাশ করে তিনি বলেন, ‘‘ঐক্যবদ্ধ লড়াই করার জন্য পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছে।’’

বাকি ৮টি ওয়ার্ডে তৃণমূল এবং বিজেপিকে হারাতে ভোটাররা তাঁদের দায়িত্ব পালন করবেন বলে মনে করেন তিনি। ঘটনা হল, এই রণকৌশলে বাকি ৮টি ওয়ার্ডে কার্যত কংগ্রেসের সঙ্গে অলিখিত জোটের ইঙ্গিত দিল বামফ্রন্ট নেতৃত্ব।

শনিবার বিকালে নলহাটি বাসস্ট্যান্ড সংলগ্ন ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে নলহাটি পুরসভা নির্বাচনে বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল।

প্রার্থী তালিকা প্রকাশের সময় ফরওয়ার্ড ব্লক দলের জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়, সিপিআই দলের জেলা সম্পাদক অপূর্ব মণ্ডল এবং বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ছিলেন। বামফ্রন্টের প্রকাশিত তালিকা মতো প্রার্থীরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক দলের কোহিনুর বিবি, ৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের বাবুজান আনসারী, ৪ নম্বর ওয়ার্ড সিপিএমের শম্পা ভট্টাচার্য, ৮ নম্বর ওয়ার্ড ফরওয়ার্ড ব্লক দলের স্বপন দাস (বুধু), ৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের কাজলী ফুলমালী, ১৪ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক দলের বিমল দাস, ১৫ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রশান্ত দাস, ১৬ নম্বর ওয়ার্ডে সিপিএমের ফরিদা খাতুন প্রার্থী হয়েছেন।

প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে কেবলমাত্র ৩ নম্বর ওয়ার্ডে বাবুজান আনসারী যিনি গত পুরবোর্ডেও প্রার্থী হয়েছিলেন তিনি আবার প্রার্থী হয়েছেন। বাকি সমস্ত ওয়ার্ডে নতুন প্রার্থী। আবার ১৪ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক দলের প্রার্থী বিমল দাস দলের লোকাল কমিটির সদস্য ছাড়া বাকি প্রার্থীরা কেউই দলের সদস্য নয়।

এদিকে প্রার্থী তালিকা প্রকাশ করার পরে বামফ্রন্টের জেলা আহ্বায়ক মনসা হাঁসদা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘নলহাটির মানুষ দুর্নীতিগ্রস্ত পুরসভা থেকে তৃণমূলকে সরাতে চাইছে। পাশাপাশি সাম্প্রদায়িক দল বিজেপির বাড়বাড়ন্ত পরাস্ত করতে চাইছে।

নলহাটির মানুষের চাহিদার কথা মাথায় রেখে বামফ্রন্টগত ভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।’’ বামফ্রন্ট যেখানে প্রার্থী দেয়নি সেখানে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে যে রণকৌশল নেওয়া উচিত সেই রণকৌশল বামফ্রন্ট নেতৃত্ব দেবে বলে দাবি করেন মনসা।

Left Front বামফ্রন্ট Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy