সরকারি হোমে নাবালিকা আবাসিকদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। হুঁশিয়ারি দিলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর পুরুলিয়া জেলা আদালতের বিচারকের কাছে অভিযোগ আসে, পুরুলিয়ার আনন্দ মঠ হোমে কিছু দিন ধরে বিভিন্ন মামলায় জড়িত বিচারাধীন নাবালিকা আবাসিকদের ওপর যৌন নির্যাতন চলছে। অভিযোগ ওঠে, হোমের সুপারের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ পেয়ে এক বিচারক হোম পরিদর্শন করেন এবং আবাসিকদের সঙ্গে কথা বলেন। তার পরই এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয় জেলা পুলিশ সুপার ও জেলাশাসককে।
এই নির্দেশের পর গত ২৫ ডিসেম্বর হোমের ওই আবাসিকদের বয়ান অনুযায়ী পুরুলিয়া সদর মহিলা থানার পুলিশ হোমের সুপার, জনৈক শিশির কাকু ও এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে। হোমের সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেল তদন্তকারী আধিকারিকরা। ঘটনার পর বেশ কয়েক দিন কেটে গেলেও অভিযুক্তরা ধরা না পড়ায় রবিবার প্রতিবাদে পথে নামে বিজেপি। এদিন দুপুরে পুরুলিয়া শহরের রেল স্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেস থেকে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এই মিছিল চক বাজার হয়ে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যায়। সেখানে একটি প্রতিবাদ সভা হয়।