Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শিশুকে স্তন্যপান করাতে ব্লকের বুথে বুথে ঘেরাটোপ

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈশাখের তীব্র রোদে ভোটের লাইনে দাঁড়াতে ভোটারদের যাতে অসুবিধা না হয়, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে  সে জন্য ছাউনি থাকছেই।

দয়াল সেনগুপ্ত 
সিউড়ি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০৩:১৭
Share: Save:

ভোট দিতে গিয়ে প্রকাশ্য স্থানে শিশুকে স্তন্যপান করাতে গিয়ে কোনও মহিলা যাতে অসুবিধায় না পড়েন, সে জন্য প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ফিডিং কর্নার তৈরির উদ্যোগ নিল সিউড়ি ১ ব্লক প্রশাসন।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈশাখের তীব্র রোদে ভোটের লাইনে দাঁড়াতে ভোটারদের যাতে অসুবিধা না হয়, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সে জন্য ছাউনি থাকছেই। প্রতিবন্ধী ভোটারদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। পাশাপাশি ব্লকের ১৬৮টি বুথের প্রতিটিতেই থাকবে শিশুকে স্তন্যপান করানোর জন্য নির্দিষ্ট একটি ঘেরাটোপ। অনেক বুথে সে জন্য আলাদা ঘর ঠিক করা হয়েছে, সেটিকে চিহ্নিত করা হয়েছে ‘ফিডিং কর্নার’ হিসেবে। যেখানে আলাদা ঘর নেই, সেখানে তা তৈরি হয়েছে বাঁশ-কাপড়ের ঘেরাটোপে।

ব্লক প্রশাসন সূত্রে খবর, ব্লকের মোট ১ লক্ষ ৪৩ হাজার ২৩ জন ভোটারদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১ হাজার ৬৯৭ জন। তাঁদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের শিশুসন্তান রয়েছে। সে সব মায়েদের কথা ভেবেই ফিডিং কর্নার তৈরি করা হচ্ছে। সেখানে নির্দিষ্ট স্টিকার সাঁটানোর পাশাপাশি বাংলা ও ইরেজিতে লেখা থাকছে। প্রতিটি কর্নারে চেয়ার, বেঞ্চ রাখা থাকবে। প্রশাসনিক সূত্রে খবর, এই উদ্যোগের পরিকল্পনা সিউড়ি ১ ব্লকের বিডিও শিবাশিস সরকারের।

শিবাশিসবাবু বলছেন, ‘‘অভিজ্ঞতা থেকে দেখেছি, খিদের জ্বালায় শিশু কান্নাকাটি জুড়ে দিলে ভোটের লাইনে অপেক্ষায় থাকা মায়েদের তাকে বুকের দুধ খাওয়াতে খুব অসুবিধা হয়। অবাঞ্ছিত দৃষ্টি এড়িয়ে মায়েদের যাতে অসুবিধা না হয় এবং তাঁর ব্যক্তি-পরিসর সুরক্ষিত থাকে, তাই এমন ভেবেছিলাম। সে কথা জেলা নির্বাচনী আধিকারিককে জানাতেই তিনি অনুমোদন করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE