চলতি মাসেই পুরুলিয়ায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সূত্রের খবর, ১৯ জানুয়ারি ওই সভা হতে পারে। শুক্রবার এ ব্যাপারে একটি প্রস্তুতি-বৈঠক হয়। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‘নেত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে আছেন দলের কর্মীরা।’’
জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি জানান, পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া ফুটবল ময়দান সভার জন্য বাছা হয়েছে। তার আগে বেশ কিছু মাঠ পরিদর্শন করেছিলেন জেলা তৃণমূলের নেতারা। শুক্রবার লধুড়কার ও শনিবার হুটমুড়ার মাঠ পরিদর্শনের সময় ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগনও। মুখ্যমন্ত্রী আসতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রেও জানা গিয়েছে। তবে এ দিন পর্যন্ত তাঁর কোনও প্রশাসনিক কর্মসূচি নেই বলেই প্রশাসন সূত্রের দাবি।
মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বার পুরুলিয়ার এসেছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পুরুলিয়া শহরে পদযাত্রা ও সভা করেন। সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীর ‘অনুগামী’ কিছু তৃণমূল নেতা যো দিয়েছেন বিজেপিতে। বিজেপিতে না গেলেও রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না কাউকে। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিদি কী বার্তা বা নির্দেশ দেন, সে দিকে চেয়ে রয়েছেন দলের প্রতিষ্ঠা লগ্নের কর্মী থেকে শুরু করে সবাই।’’
এ দিকে, এ দিনের প্রস্তুতি-বৈঠকে ছিলেন না পাড়ার তৃণমূল বিধায়ক উমাপদ বাউড়ি। আগের জেলা কমিটির বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ দিন উমাপদবাবুর মোবাইল বন্ধ ছিল। তবে জেলা তৃণমূল সভাপতি গুরুপদবাবু বলেন, ‘‘উমাপদবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিক অসুস্থতার জন্য গত দু’টি বৈঠকে হাজির হতে পারেননি বলে জানিয়েছেন।’’