নভেম্বরের গোড়ায় বাঁকুড়া ১ ব্লকের চতুর্ডিহি গ্রামের আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে সুনুকপাহাড়ি হাটতলায় আগামী বুধবার রাজনৈতিক জনসভা করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে জেলা তৃণমূল। তেমনটা হলে, করোনা-আবহে এটাই হতে চলেছে জেলার সর্ববৃহৎ রাজনৈতিক সভা। তা নিয়ে চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। পাশাপাশি একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এত জনসমাগম হলে দূরত্ব-বিধি কতদূর মানা যাবে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, দূরত্ব-বিধি ও স্বাস্থ্য-বিধি মানার সব প্রস্তুতি তাঁরা নিয়ে রাখছেন। সেই মতো কর্মীদের কাছেও নির্দেশ পাঠানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বাঁকুড়া জেলায় আসার কথা। তার মধ্যে প্রশাসনিক কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কাজও থাকছে বলে সূত্রের খবর। সামনেই বিধানসভা ভোট। তাই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিধানসভা ভোটের প্রস্তুতি ঝালিয়ে নিতে তৎপরতা শুরু হয়েছে জেলা তৃণমূল শিবিরে।
শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘‘জেলার প্রতিটি বুথ থেকে ৫০ জন মানুষকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলায় ৩,২৫৯টি বুথ রয়েছে। লোকজন আনতে প্রায় ১,৬০০টি বড় গাড়ির ব্যবস্থা করা হয়েছে।’’