Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sainthia

পথে বেরিয়ে দুর্ভোগ

রেললাইনে কাজ চলায় রবিবার বাতিল হল সাঁইথিয়া-অণ্ডাল রুটের একাধিক ট্রেন।

রেলের লেবেল ক্রসিংয়ের কাজ চলছে সদাইপুরের হোদলা গ্রামের কাছে (উপরে)। জাতীয় সড়কে যানজট। রবিবার। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

রেলের লেবেল ক্রসিংয়ের কাজ চলছে সদাইপুরের হোদলা গ্রামের কাছে (উপরে)। জাতীয় সড়কে যানজট। রবিবার। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদাতা 
সিউড়ি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৭
Share: Save:

রেললাইনে কাজ চলায় রবিবার বাতিল হল সাঁইথিয়া-অণ্ডাল রুটের একাধিক ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৩টে পর্যন্ত অণ্ডাল-সাঁইথিয়া শাখার চিনপাই ও সিউড়ি স্টেশনের মধ্যে রেললাইনে কাজ হয়েছে। সেই কারণে ওই সময় ওই রুটে চলাচলকারী দুটি লোকাল ট্রেন বাতিল এবং সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছিল।

এতে সিউড়ি স্টেশনে গিয়েও ফিরে আসতে হয়েছে অনেককে। যদিও নিত্যযাত্রীদের দাবি, ছুটির দিনে কাজ হওয়ায় যাত্রী ভোগান্তি কম হয়েছে। সিউড়ি রেলওয়ে ডিমান্ড নামে এক সংগঠনের তরফে সুব্রত ভাণ্ডারী বলেন, ‘‘ট্রেন বাতিল হলে যাত্রী ভোগান্তি হবে এটা স্বাভাবিক। তবে, রেলের পক্ষ থেকে অনেক আগেই নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু, অনেকে জানতেন না বলে স্টেশনে গিয়ে ফিরে এসেছেন।’’

অন্য দিকে, সিউড়ি তিলপাড়া ব্যারাজের উপরে জাতীয় সড়কের সংস্কারের চলার জন্য সিউড়ি শহর লাগোয়া জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ন’টা থেকে রবিবার সকাল ন’টা পর্যন্ত ওই কাজ চলায় ওই রাস্তা দিয়ে বড় ভারী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে, চার চাকা গাড়ি চলাচল করেছিল। বড় গাড়িগুলি লম্বোদরপুর হয়ে ঘুরপথে শেওড়াকুড়ি যাতায়াত করেছে। তিলপাড়া ব্যারাজের উপরে কাজ হওয়ার পরেই খয়রাকুড়ির কাছে জাতীয় সড়কে কাজ হয়। সেই সময় ওই রাস্তায় ওয়ান ওয়ে করে দেওয়া হয়। ফলে ব্যাপক যানজট হয়। বিপাকে পড়েন অসংখ্য মানুষ। পথচারী অমল গড়াই, শান্তনু দত্ত বলেন, ‘‘মোটরবাইকে মহম্মদবাজার থেকে সিউড়ি আসতে খুব বেশি হলে আধ ঘণ্টা সময় লাগে। এ দিন প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sainthia Andal Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE