Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ATM

এটিএম ভেঙে টাকা লুট করল দুষ্কৃতীরা, পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে হানা দুষ্কৃতীদের

সোমবার সকালে মুন্সেফডাঙার ওই এটিএমটি খুলতে যান নিরাপত্তারক্ষীরা। তাঁরা এটিএমের শাটার তুলতেই দেখতে পান, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেটি। এটিএমে নেই কোনও টাকা।

এটিএম ভেঙে লুটের অভিযোগ।

এটিএম ভেঙে লুটের অভিযোগ। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৯
Share: Save:

পুজোর মুখে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরের মুন্সেফডাঙা এলাকায়। সোমবার সকালে দেখা যায় ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ওই এটিএমটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সোমবার সকালে মুন্সেফডাঙার ওই এটিএমটি খুলতে যান নিরাপত্তারক্ষীরা। তাঁরা এটিএমের শাটার তুলতেই দেখতে পান, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেটি। এটিএমে নেই কোনও টাকা। তাঁরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যান পুরুলিয়ার সদর থানার পুলিশকর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই এটিএমে রবিবার গভীর রাতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। এ নিয়ে পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’’

অরিন্দম চট্টোপাধ্যায় নামে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির এক আধিকারিক বলেন, ‘‘ওই এটিএমে কত টাকা ছিল তা এখনই বলা যাচ্ছে না। তবে এটিএম ভেঙে সব টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা থানাতেও অভিযোগ দায়ের করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Loot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE