Advertisement
৩০ এপ্রিল ২০২৪
viswa bharati

Visva-Bharati: আন্দোলন অব্যাহত বিশ্বভারতীতে, শান্তিনিকেতন জুড়ে পডুয়াদের মহামিছিল

সোমবার সকাল থেকেই শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসে জমায়েত শুরু করেন সাধারণ পডুয়ারা। এর পর শান্তিনিকেতন ক্যাম্পাস জুড়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে পরীক্ষা বয়কটের ডাক দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভে পড়ুয়ারা।

বিক্ষোভে পড়ুয়ারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৭:২২
Share: Save:

বিশ্বভারতীতে পডুয়াদের আন্দোলন অব্যাহত। সোমবার শান্তিনিকেতন জুড়ে মহামিছিল করলেন পডুয়ারা। এ দিকে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাই কোর্ট ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে।

সোমবার সকাল থেকেই শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসে জমায়েত শুরু করেন সাধারণ পডুয়ারা। এর পর শান্তিনিকেতন ক্যাম্পাস জুড়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে পরীক্ষা বয়কটের ডাক দেন আন্দোলনকারীরা।

সোমবার অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে বিশ্বভারতীর পঠনপাঠন ও অন্যান্য দফতর। কর্তৃপক্ষ কোনও নোটিশ জারি না করায় ধন্দে সকলেই। পড়ুয়াদের অভিযোগ, ‘‘বিশ্বভারতী কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে সমস্ত ভবন ও বিভাগ বন্ধ রেখে তার দায়ভার পড়ুয়াদের উপর চাপাতে চাইছেন। কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালাচ্ছি।’’ ভবন এবং বিভাগে ঢুকতে না পেরে কার্যত অসহায় ভাবে দাঁড়িয়ে ছিলেন পডুয়া ও কর্মীরা। যদিও কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে।

অন্য দিকে হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীতে আন্দোলনরত পডুয়ারা দাবি করেন, কর্তৃপক্ষ মিথ্যা অভিযোগ এনে তাঁদের আন্দোলন ভাঙার চেষ্টা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

viswa bharati Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE