Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাটির বাড়ি ভেঙে শিশু-সহ জখম ৩

বাড়ির পাশের রাস্তায় দিয়ে অহরহ বয়ে যাচ্ছে হাঁটু জল। তার জেরেই ধসল মাটির বাড়ি। জখম হলেন এক শিশু সহ তিন জন। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে গ্রামে।

ভেঙে পড়া বাড়ি। —নিজস্ব চিত্র।

ভেঙে পড়া বাড়ি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০১:০৫
Share: Save:

বাড়ির পাশের রাস্তায় দিয়ে অহরহ বয়ে যাচ্ছে হাঁটু জল। তার জেরেই ধসল মাটির বাড়ি। জখম হলেন এক শিশু সহ তিন জন। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ ব্লকের কোমা পঞ্চায়েতের গাংটে গ্রামে। জখমদের এ দিন সকালেই সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কেউ-ই মারাত্মক জখম নন, জানিয়েছে হাসপাতাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সিউড়ি ২ ব্লকের ওই গ্রামে প্রায় তিন হাজার মানুষ বাস করেন। তবে এখনও রাস্তা ঘাট ও নিকাশি নালার অবস্থা ভাল নয়। প্রৌঢ় কানাই বাগদিদের বাড়িটি রয়েছে গ্রামের একটি পুকুরের কাছে। বর্ষার জেরে সংলগ্ন রাস্তায় হাঁটু জল। কানাইদের মাটির দেওয়াল আগেই নরম হয়েছিল। সোমবার ভোর রাতে তা ধসে যায়। তাতেই জখম হন কানাই, ওঁর স্ত্রী চায়না এবং নাতনি মিলি। খবর পেয়ে পড়শিরা ছুটে এসে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ দিন সিউড়ি জেলা হাসপাতালে কানাইবাবু বলেন, ‘‘ভোর তখন চারটে নাগাদ হবে। আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। তখনই হুড়মুড়িয়ে ধসে যায় দেওয়াল। রাস্তার পাশ দিয়ে জল যাওয়ার জন্যই এমন অবস্থা। বরাত জোরে বেঁচে গিয়েছি।’’

নাতনির চোট তেমন না লাগালেও কানাইবাবুর পায়ে ও তাঁর স্ত্রীর কাঁধে ভালই চোট চেয়েছেন। গ্রামের বাসিন্দারা বলছেন, নিকাশি নালা ও পাকা রাস্তার অভাবের জন্য এই হাল। তেমন কোনও উন্নয়ন এলাকায় হয়নি। যদিও তাঁদের দোষে এমনটা হয়নি বলে দাবি করছেন ওই গ্রামের বাসিন্দা তথা তৃণমূল উপপ্রধান কাঞ্চন বৈদ্য। তিনি বলেন, ‘‘যা কাজ হওয়ার আমাদের আমলেই হয়েছে। সিপিএমের আমলে কোনও কাজ হয়নি বলে সবটা করে উঠা সম্ভব হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE