আদিবাসীরা না-চাইলে ডেউচা-পাঁচামিতে কয়লা খনি হবে না বলে দাবি করলেন বিজেপি সমর্থিত রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। শুক্রবার মহম্মদবাজারের প্রস্তাবিত কয়লাখনি এলাকার আদিবাসী গ্রামে গিয়ে এ কথা বলেন স্বপনবাবু। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আদিবাসীদের বঞ্চিত করে ডেউচা-পাঁচামিতে কয়লা খনির কাজ হবে না।
এ দিন দুপুরে প্রস্তাবিত খনি এলাকায় থাকা তিনটি আদিবাসী গ্রাম গাবারবাথান, হরিণশিঙা, দেওয়ানগঞ্জের বাসিন্দাদের সঙ্গে দেখা করে খনি গড়া নিয়ে তাঁরা কী চাইছেন জানতে চান স্বপনবাবু। এলাকার ‘অনুন্নয়’ নিয়ে রাজ্য সরকারকে বিঁধে বেশ কিছু কথা বলার পাশাপাশি খনি গড়ার প্রসঙ্গে গাবারবাথানে আদিবাসীদের আশ্বাস দিয়ে বলেন, ‘‘ যতক্ষণ না আপনাদের সঙ্গে পুরোপুরি ভাবে কথা বলা হচ্ছে, ততক্ষণ এখানে কোনও কয়লা খনি করার পরিকল্পনা হতে পারে না। আপনারা যদি না বলেন, তাহলে না। আর কেউ এই সিদ্ধান্ত নিতে পারবে না। আধিকারিক আসুক বা ক্যাডার আসুক তাঁরা নিতে পারবে না।’’ স্বপনবাবুর সংযোজন, ‘‘কোনও প্রধানমন্ত্রী আসবেন না। প্রধানমন্ত্রী এলে অন্য কারণে আসবেন, খনির জন্য নয়। আপনাদের কথা যথাস্থানে পৌঁছে দেব।’’
গত বছর পুজোর পরে এই প্রকল্পের সূচনা করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই স্বপন দাশগুপ্ত প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, তাঁর মনে হয়, দুর্গাপুজোর পরে ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি ভুল বার্তা দিতে পারে। চিঠিতে ওই সাংসদ জানিয়েছিলেন, পরিকল্পনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রকল্পটির সামাজিক ও পরিবেশগত প্রভাব কেমন হতে পারে, তা খতিয়ে দেখা হয়নি।