রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, নিখরচায় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকার প্রশিক্ষণ দেবে। বান্দোয়ানে ইতিমধ্যে জয়েন্ট এন্ট্রান্সের সঙ্গে ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে, এসএসসি-র প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। সৌজন্যে বান্দোয়ান ব্লক প্রশাসন।
বিডিও (বান্দোয়ান) শুভঙ্কর দাসের কথায়, ‘‘এই এলাকার ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই। তাঁরা পরিশ্রমীও। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ এবং ঠিকঠাক ‘গাইড’ না পাওয়ায় তাঁরা সরকারি চাকরির লক্ষ্য ভেদ করতে পারছেন না। আমি কয়েকজন সতীর্থকে নিয়ে তাঁদের প্রশিক্ষণের কাজ শুরু করেছি।’’
জয়েন্ট বিডিও (বান্দোয়ান) শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘‘প্রত্যন্ত এলাকার প্রতিভাসম্পন্ন ছেলেমেয়েরা শুধুমাত্র সুযোগের অভাবে কেন পিছিয়ে থাকবেন? আশপাশের ব্লক প্রশাসনিক আধিকারিকেরা তো বটেই, জেলা সদর থেকেও এই কেন্দ্রে পাঠ দিতে অনেকেই আসছেন।’’