Advertisement
E-Paper

অশোককে ফাঁসানো হয়েছে, দাবি সূর্যের

দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাঁকুড়ার রাইপুরের তৃণমূল নেতা অনিল মাহাতো খুনের ঘটনায় এক সিপিএম নেতার গ্রেফতারির প্রসঙ্গে সূর্যবাবু ওই অভিযোগ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০০:১২
বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ের মাঠে। রবিবার তোলা নিজস্ব চিত্র।

বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ের মাঠে। রবিবার তোলা নিজস্ব চিত্র।

দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাঁকুড়ার রাইপুরের তৃণমূল নেতা অনিল মাহাতো খুনের ঘটনায় এক সিপিএম নেতার গ্রেফতারির প্রসঙ্গে সূর্যবাবু ওই অভিযোগ করেন।

রবিবার বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের মাঠে নভেম্বর বিপ্লব সপ্তাহ উপলক্ষে আয়োজিত দলীয় সভায় যোগ দিতে এসে সূর্যবাবু বলেন, “প্রথমবার তৃণমূল সরকার গঠন হওয়ার পর যেমন বিরোধীদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনা শুরু হয়েছিল, এ বারও সেই রীতি চলছে। প্রশাসনকে হাতিয়ার করে বিরোধী নেতাদের শাসকদলে আনার চেষ্টা হচ্ছে। যাঁরা রাজি হচ্ছেন না তাঁদেরই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’’

রাইপুরের ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি অনিল মাহাতো খুনের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার সিপিএমের রাইপুর ঢেকো লোকাল কমিটির সম্পাদক অশোক ঘোষকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, এই খুনের ঘটনায় ধৃত অনিলবাবুর গাড়ির চালক জগন্নাথ নামাতা জেরায় জানিয়েছেন যে বন্দুকটি দিয়ে অনিলবাবুকে গুলি করা হয়েছিল সেটি সরবরাহ করেছিলেন অশোকবাবু।

এ দিনের সভায় সূর্যবাবু দাবি করেছেন, “ওই লোকাল কমিটির সম্পাদককে তৃণমূলে যোগ দান করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাতে রাজি না হওয়াতেই মিথ্যা মামলায় ফাসিয়ে গ্রেফতার করা হল।’’ সূর্যবাবু এ দিন প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, “জেলার কিছু প্রশাসনিক কর্তা বিরোধী জনপ্রতিনিধিদের বলছেন, তৃণমূলে যোগ দিলে এক কোটি টাকা দেওয়া হবে। এলাকার নেতাও বানিয়ে দেওয়া হবে। কিন্তু জেনে রাখুন এভাবে লাল ঝান্ডা কিনে নিতে পারবেন না!’’

নভেম্বর বিপ্লবকে সামনে রেখে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কৃষক থেকে শ্রমিক সকলকে এক জোট হতে আহ্বান করেছেন তিনি। দেশের কালো টাকা উদ্ধারে নেমে কেন্দ্রের বড় নোট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত এবং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম-সহ অন্য বিরোধী দলগুলিকে এক জোট হয়ে আন্দোলনে ডাকার আহ্বানের সমালোচনা করেছেন সূর্যবাবু।

তিনি বলেন, “বড় নোট বাতিল করে কালো টাকা উদ্ধার করা যাবে না এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। তবে এই ঘটনায় তৃণমূল নেতাদের হাতে থাকা কালো টাকা অচল হয়ে যাওয়ায় দিদি রেগে গিয়েছেন। আপনার সঙ্গে কে আন্দোলনে যাবে?’’

হাজার খানেক লোকের উপস্থিতিতে এ দিন সিপিএমের সভাস্থল ছিল ভর্তি। যা দেখে জেলা সিপিএমের এক নেতার দাবি, “পঞ্চায়েত ভোটের আগে মানুষের সমর্থন ধীরে ধীরে আমরা পাচ্ছি।’’

জেলা সভাধিপতি তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি অরূপ চক্রবর্তীর কটাক্ষ, “সিপিএমের দশা এখন অচল ৫০০ ও হাজার টাকার মতোই হয়েছে। রাস্তাঘাটে গড়াগড়ি খেলেও কেউ যেমন ওই নোট এখন কুড়োতে চান না, তেমনই সিপিএমের নেতারা কী বকছেন, তা কানেও ঢোকান না সাধারণ মানুষ।’’

suryakanta mishra CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy