Advertisement
E-Paper

পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার, আটক

শিক্ষামূলক ভ্রমণে শান্তিনিকেতন আসা একদল ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল টোটো চালকদের একাংশের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০১:৪১
তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র।

তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র।

শিক্ষামূলক ভ্রমণে শান্তিনিকেতন আসা একদল ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল টোটো চালকদের একাংশের বিরুদ্ধে। সোমবার বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ পেয়ে, ভুবনডাঙা থেকে এক টোটো চালককে আটক করেছে পুলিশ। এ দিনের ঘটনার জেরে, সংশ্লিষ্ট টোটো চালক এবং মালিকদের সংগঠনকে সতর্ক করেছেন বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষ। টোটো-সহ অভিযুক্ত চালকদের বোলপুরের ট্রাফিক দফতরে হাজির করার জন্য সংগঠনের সভাপতিকে নির্দেশ দিয়েছেন অম্লানবাবু। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবরার রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়য়ের ১২০ ছাত্রছাত্রীকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণে শনিবার দুপুরে শান্তিনিকেতনে আসেন ২২ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের অভিযোগ, নির্ধারিত ভাড়া থেকে কয়েক গুণ বেশি ভাড়া দাবি করছিল টোটো চালকদের একাংশ। প্রতিবাদ করায় প্রথমে বচসা এবং তার পরে ধাক্কাধাক্কি করে চালকদের একাংশ। এমনকী কোনও কোনও টোটো চালক ওই ভ্রমণকারী দলের প্রতিনিধিদের গাড়ি থেকে টেনে নামিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে ভুবনডাঙা রাস্তার ওপর কিছু ক্ষণ অবরোধ করে ওই পড়ুয়ারা।

ঘটনার খবর পেয়ে, বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষ, বোলপুরের সিআই কল্যাণ মিত্র এবং আইসি সুবীর কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক টোটো চালককে আটক করেন। অভিযোগের দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে ওই পর্যটক দল। খবর পেয়ে বোলপুর শান্তিনিকেতনের টোটো চালক এবং মালিকদের সংগঠনের সভাপতি গোপাল হাজরা আসেন ভুবনডাঙায়। ওই পর্যটক দলের সঙ্গে কথা বলে, নির্ধারিত ভাড়ায় ওই দলের জন্য একাধিক টোটো করে স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

ট্রেনে ওঠার আগে, ওই পর্যটকদলের পক্ষে পবিত্র হীরা ঘটনার কথা সবিস্তারে জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান।

গোপালবাবু জানান, নির্ধারিত ভাড়া থেকে বেসি এবং যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পেলে, সংগঠনের পক্ষ থেকে সাত দিন চালককে বসিয়ে দেওয়া হয়। আর্থিক জরিমানার বিধিও রয়েছে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি সংগঠনও প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেবে। দুপুরে ঘটনাস্থলে দাঁড়িয়ে, বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষ টোটো সংগঠন এবং সভাপতিকে সতর্ক করার পাশাপাশি অভিযোগ পেলে, তাঁদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

police Detain TotoDriver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy