Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বোলপুরে পথেই নজর

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি বাস্তবায়িত করার জন্য জেলা পুলিশের তোড়জোড় তো ছিলই। তার ওপর মঙ্গলবার দুপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সড়ক দুর্ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০০:০০
Share: Save:

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি বাস্তবায়িত করার জন্য জেলা পুলিশের তোড়জোড় তো ছিলই। তার ওপর মঙ্গলবার দুপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সড়ক দুর্ঘটনা। যার জেরে, ফের শহরে বেপরোয়া যান চলাচলের ওপর নজরদারি বাড়াল পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, শহরে টোটো বাড়ায় একরকম রোজই দুর্ঘটনা ঘটছে। শান্তিনিকেতন এক্সপ্রেস ঢোকার সময়ে বোলপুর স্টেশন এলাকায় টোটো ও রিকসার দাপটে যে জট তৈরি হয়, তা ক্রমে সারা শহরেই ছড়ায়। উদাসীন প্রশাসন। এ দিন অবশ্য বাইকের কাগজপত্র, চালকের লাইসেন্স, হেলমেট থেকে শুরু করে মদ্যপ অবস্থায়ে কেউ গাড়ি চালাচ্ছে কি তা দেখতে বোলপুরে অভিযানে নামেন।

মঙ্গলবার রাত থেকে শহরের একাধিক মোড়ে চলে অভিযান। কাগজপত্র যাচাইতে নামে পুলিশ। শহরের মধ্যে গাড়ির গতি নিয়ন্ত্রণ, সড়কের গাড়ি নিয়ে যাওয়ার সময়ে ধার্য নিয়ম নীতি মেনে চলার পাঠ দেয় পুলিশ। বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষ, বোলপুরের আইসি শেখ ফিরোজ হোসেনের উপস্থিতিতে রাত বারোটা পর্যন্ত চলে তল্লাশি অভিযান এবং কাগজপত্র ও লাইসেন্স যাচাই কর্মসূচি। জেলা পুলিশ জানিয়েছে, শতাধিক চালককে কাগজপত্র, লাইসেন্স এবং নিয়ম কানুন নিয়ে সতর্ক করা হয়েছে। এসডিও অফিস মোড়, শ্রীনিকেতন মোড়, জামবুনী বাসস্ট্যান্ড মোড়ে অভিযান নামে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road accident Police campaigning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE