Advertisement
০৬ মে ২০২৪

জনসংযোগে পুলিশের হাতিয়ার খেলাধুলো

গ্রামীণ ক্রীড়া প্রসারে ও পুলিশের সঙ্গে এলাকার মানুষজনের যোগাযোগ নিবিড় করতে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় খেলাধুলোর আয়োজন করছে দুই জেলার পুলিশ। কোথাও ম্যারাথন দৌড় তো কোথাও ফুটবল, কোথাও ভলিবল, কোথাও তিরন্দাজি। এ ভাবেই তরুণদের সঙ্গে জনসংযোগ বাড়াতে আরও জোর দিয়েছে পুলিশ।

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হিড়বাঁধে হয়ে গেল ক্রিকেট প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হিড়বাঁধে হয়ে গেল ক্রিকেট প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ০২:২১
Share: Save:

গ্রামীণ ক্রীড়া প্রসারে ও পুলিশের সঙ্গে এলাকার মানুষজনের যোগাযোগ নিবিড় করতে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় খেলাধুলোর আয়োজন করছে দুই জেলার পুলিশ। কোথাও ম্যারাথন দৌড় তো কোথাও ফুটবল, কোথাও ভলিবল, কোথাও তিরন্দাজি। এ ভাবেই তরুণদের সঙ্গে জনসংযোগ বাড়াতে আরও জোর দিয়েছে পুলিশ।

মানবাজারে বেলডি গ্রাম থেকে গোপালনগর হাইস্কুল পর্যন্ত পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতায় হয়। দৌড়ে মানবাজারের বাসিন্দা বিজয় মুখোপাধ্যায় প্রথম হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন রাহুল কর্মকার ও সৌমেন কর্মকার। তাঁদের স্মৃতিতে ৮টি দলকে নিয়ে গোপালনগর হাইস্কুলের মাঠে ফুটবল প্রতিযোগিতা হয়। টাইব্রেকারে ১-০ গোলে মানবাজারের সিএমসি ক্লাব জয়ী হয়। রানার্স হয় ধানাড়ার জামদা প্রিন্স ক্লাব। বোরো থানা এলাকায় ম্যারাথন দৌড়ে প্রথম হন বুড়িবাঁধ গ্রামের বিশ্বজিৎ মুর্মু। ভলিবল প্রতিযোগিতায় ৮টি দলের মধ্যে বোরো ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। ফুটবলে ৮টি দল যোগ দিয়েছিল। টাইব্রেকারে দিঘি ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে বুড়িবাঁধ ক্লাব জয়ী হয়েছে। পুঞ্চায় ম্যারাথন দৌড়ে বাঁধবহাল গ্রামের নন্দলাল কুম্ভকার প্রথম হন। এখানে অন্যতম আকর্ষণ ছিল মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। টাইবেকারে বড়গড়া ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে গেঙ্গাড়া ক্লাব বিজয়ী হয়েছে।

এ দিকে, পুরুলিয়া সদর থানার উদ্যোগে ১০টি দল নিয়ে পুরুলিয়া মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ফুটবল টুর্নামেন্ট হয়। সাঁতুড়ি ও কোটশিলায় ম্যারাথন দৌড় হয়। পুরুলিয়া মফস্সল থানা ও কাশীপুরে ছিল ভলিবল প্রতিযোগিতা। হুড়া থানার দোপাহাড়িয়া স্কুল ময়দানে ৩২টি দল নিয়ে দু’দি ধরে ভলিবল প্রতিযোগিতা হয়। ফাইনালে রখেড়া ভলিবল একাদশ রখেড়া ভলিবল অ্যাকাডেমিকে ২-০ তে পরাজিত করে।

আদ্রা থানা একদিনের নৈশ ভলিবল টুর্নামেন্ট করল। আদ্রার সাউথ ইনস্টিটিউটের মাঠে এই ভলিবল টুর্নামেন্টে ৮টি দল যোগ দেয়। আদ্রার সেরসা ভলিবল টিমকে হারিয়ে বিজয়ী হয় আদ্রা ভলিবল অ্যাকাডেমি। নিতুড়িয়া থানার পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড় ও ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। মহেশ নদী থেকে সড়বড়ি মোড় পর্যন্ত আট কিলোমিটার ম্যারাথন দৌড়ে ১০০ জন যোগ দেন। সড়বড়ি ফুটবল মাঠে ছয় ওভারের ক্রিকেট টুর্নামেন্ট হয়। যোগ দেয় ৮টি দল। বিজয়ী হয়েছে দিঘা পঞ্চায়েতের দল। ফাইনালে আগে ব্যাট করতে নেমে ছয় ওভারে রায়বাঁধ পঞ্চায়েতের দল তুলেছিল ৩৯ রান। জবাবে তিন ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় দিঘা।

বাঁকুড়ার রাইপুর থানার পুলিশের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা হয়। গড় রাইপুর হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতায় মহিলা বিভাগে এলাকার ৪টি দল এবং পুরুষ বিভাগে ১০টি দল যোগ দিয়েছিল। হিড়বাঁধ থানা একদিনের নক আউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল। হিড়বাঁধ ব্লক অফিসের মাঠে ম্যাচ হয়। প্রতিযোগিতায় এলাকার ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে মশিয়াড়া ক্রিকেট ক্লাব ৭ উইকেটে হিড়বাঁধ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হিড়বাঁধ ক্রিকেট ক্লাব নির্ধারিত চার ওভারে ৩১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মশিয়াড়া ক্রিকেট ক্লাব তিন উইকেট হারিয়ে রান টপকে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE