করোনা আক্রান্ত হলেন রামপুরহাট থানার এক পদস্থ অফিসার। বুধবার রাতে ওই পুলিশ অফিসারের করোনা পজ়িটিভ ধরা পড়ে। রাতেই তাঁকে রামপুরহাটের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রথম রামপুরহাট মহকুমা এলাকায় কোনও পুলিশ অফিসার করোনা আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার সকালে ওই পুলিশ অফিসারের স্ত্রীর অ্যান্টিজেন টেস্ট হয়। স্ত্রীরও করোনা পজ়িটিভ ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার ওই অফিসার দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন। থানায় আসছিলেন না। থানা সংলগ্ন একটি বাড়িতে থাকছিলেন। বুধবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর অ্যান্টিজেন টেস্ট হয়। রামপুরহাট থানা সূত্রে জানা গিয়েছে, পুলিশ অফিসার যে বাড়িতে থাকতেন সেই এলাকা কন্টেনমেন্ট জোন করা হবে। ওই পুলিশ অফিসারের সংস্পর্শে কতজন এসেছিলেন তাও খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।
বুধবার রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কের গোল্ড লোন বিভাগের এক কর্মী করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ারের করোনা পজ়িটিভ ধরা পড়ে। বেসরকারি ওই ব্যাঙ্কের ক্যাশিয়ারের আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। বুধবার পর্যন্ত ওই ক্যাশিয়ার ব্যাঙ্কে কাজ করেছেন। এর মধ্যে কতজন ক্যাশিয়ারের সংস্পর্শে এসেছেন তা বের করা মুশকিল বলে প্রশাসন সূত্রে দাবি।