দুষ্কৃতীরা এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে অপহরণ ও তাঁর থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শী বন্ধুর থেকে সেই খবর পেয়ে অপহরণের ছক ভেস্তে দিল পুলিশ।
বছর শেষের দিন, বৃহস্পতিবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাউডাঙায়। দুষ্কৃতীদের কবল থেকে জখম ব্যবসায়ীকে উদ্ধার করাই নয়, ঘটনায় অভিযুক্ত চালক সমেত পাঁচ দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গামছা এবং যে গাড়িটিকে করে অপহরণের চেষ্টা হয়েছিল সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমন ঘটনায় তাজ্জব অনেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল সাদ্দাম খান, নজরুল খান, বরুণ ডোম, শেখ ইনতাজ, শেখ আনিসুর। প্রথম দু’জনের ও শেখ ইনতাজের বাড়ি দুবরজাপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিৎগ্রাম ও জালালপুরে। বাকিদের বাড়ি লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙা ও অমুড়ি গ্রামে। কী ভাবে ঘটনাটি ঘটাতে চেয়েছিল দুষ্কৃতীরা, আগে এমন অপরাধ করেছে কিনা জানতে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। দুবরাজপুর আদালতের নির্দেশে ধৃতদের পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছেww পুলিশ।