Advertisement
E-Paper

নোট বাতিল নিয়ে পথে নামতে বসছেন নেতারা

নোট বাতিলের সমস্যা নিয়ে জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া জেলা তৃণমূল। এই বিষয়টি নিয়ে চূড়ান্ত রূপরেখা ঠিক করতে আজ, বুধবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে দলের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০০:৩৫

নোট বাতিলের সমস্যা নিয়ে জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া জেলা তৃণমূল। এই বিষয়টি নিয়ে চূড়ান্ত রূপরেখা ঠিক করতে আজ, বুধবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে দলের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য, বিভিন্ন ব্লকের সভাপতি, কার্যকরী সভাপতি, অঞ্চল সভাপতি, শহর কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কমিটি এবং সমস্ত শাখা সংগঠনের সভাপতিদের এই সভায় ডাকা হয়েছে। থাকবেন সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সমস্ত সদস্য-সহ দলের নির্বাচিত জন প্রতিনিধিরাও।

জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘নগদের সমস্যায় জেলার প্রত্যন্ত এলাকার মানুষজন চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেউ কাজ পাচ্ছেন না, কেউ কাজ করে মজুরি পাচ্ছেন না। বহু মানুষের রুজি বন্ধ। সব মিলিয়ে গ্রামের মানু খুব কষ্টে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর আসছে।’’ তৃণমূল সূত্রের খবর, জেলার প্রত্যন্ত গ্রামের মানুষজন এই অবস্থায় কী ভাবে দিন কাটাচ্ছেন, তা সংশ্লিষ্ট এলাকার কর্মীদের বা জনপ্রতিনিধিদের কাছ থেকে রিপোর্ট নিয়ে দলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। শান্তিরামবাবু জানান, এই রিপোর্টের পাশাপাশি নোট বাতিলের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার বার্তা কর্মীদের কাছে দেওয়ার কারণেও এই বৈঠক ডাকা হয়েছে।

এ দিকে নোট বাতিলের প্রতিবাদে বিভিন্ন দলের রাস্তায় নেমে মিছিল-সভা চলছেই। মঙ্গলবার বাঁকুড়ার মাচানতলায়, ছাতনার ঝাঁটিপাহাড়িতে এবং নিতুড়িয়ার সড়বড়ি মোড়ে সভা করে এসইউসি। ওন্দায় মিছিল করে ওন্দা ব্লক যুব তৃণমূল। এসইউসি-র জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন নাগ বলেন, “নোট বাতিলের পর থেকে এটিএমগুলির পরিষেবা ব্যাহত হচ্ছে। ব্যাঙ্কে টাকা জমা বা তোলার পরেও মানুষ এসএমএস অ্যালার্ট পাচ্ছেন না। পর্যাপ্ত টাকাও তোলা যাচ্ছে না।’’ অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলেছেন তাঁরা। মঙ্গলবার সকালে নিতুড়িয়ার সড়বড়ি মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে এসইউসি একই দাবিতে সভা করে। এসইউসির পারবেলিয়া লোকাল কমিটির সম্পাদক নবনী চক্রবর্তীর অভিযোগ, ‘‘নোট বাতিলের ঘোষণার পরে ৫০ দিন পার হতে চলল। কিন্তু সঙ্কট কাটল না।’’ যুব তৃণমূল ওন্দা ফুটবল ময়দান থেকে মিছিল শুরু করে ওন্দা বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ, জেলা যুব তৃণমূল সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল নেতা শ্যামল মুখোপাধ্যায়, ওন্দা ব্লক যুব তৃণমূল সভানেত্রী বাণী হাজরা প্রমুখ।

দুর্ঘটনা। বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন বর্ধমানের জেলা পরিষদ সদস্য বিকাশনারায়ণ চৌধুরী। মঙ্গলবার দুপুরে মঙ্গলকোটের খুদরণ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ওই জেলা পরিষদ সদস্য ও তাঁর গাড়ির চালককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মাজিগ্রামের বাড়ি থেকে নিজের গাড়িতে বের হন তিনি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকাশবাবুর গাড়িতে ধাক্কা মারে।

Purulia TMC Demonetisation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy