Advertisement
০৮ মে ২০২৪

মোটরবাইকে ধাক্কা মেরে ছিনতাই

মোটরবাইকে এল তারা। পিছন থেকে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিল সামনে থাকা মোটরবাইক আরোহীকে। রিভলভার উঁচিয়ে বেধড়ক মারধর করে সেই আরোহীর মোটরবাইকটিই ছিনতাই করে নিয়ে পালাল চার দুষ্কৃতী।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:১৯
Share: Save:

মোটরবাইকে এল তারা। পিছন থেকে ধাক্কা মেরে রাস্তার উপরে ফেলে দিল সামনে থাকা মোটরবাইক আরোহীকে। রিভলভার উঁচিয়ে বেধড়ক মারধর করে সেই আরোহীর মোটরবাইকটিই ছিনতাই করে নিয়ে পালাল চার দুষ্কৃতী।

প্রথমে সিউড়ি। এ বার বোলপুর। জেলায় বেড়েই চলেছে দুষ্কৃতীরাজ। মঙ্গলবার রাতে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রাইপুর-সুপুর পঞ্চায়েতের কাশীপুর ও শিবতলার মাঝে ছোট সেতুর কাছে। ঘটনায় বুধবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মোটরবাইক আরোহী। পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। তবে, এখনও পর্যন্ত একচুলও এগোতে পারেনি। আর তাতেই ক্ষোভ চাপা রাখতে পারছেন না এলাকার মানুষ। অভিযোগ, বোলপুর থানা এলাকায় পরপর চুরি-ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অপরাধ বাড়লেও তা রোখা দূর অস্ত, বড় অংশের ক্ষেত্রেই পুলিশ মামলার কিনারা করতে ব্যর্থ হয়। ফোনে এই অভিযোগ তুলতেই এসডিপিও (‌‌‌‌বোলপুর) অম্লানকুসুম দত্ত বলেন, ‘‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

এ মাসের গোড়া থেকেই পরপর বেশ কয়েকটি ঘটনায় জেলা সদর সিউড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছিল। কখনও দিনের বেলা প্রকাশ্যে শহরের রাস্তায় গুলিয়ে চালিয়ে এক শিক্ষিকার হার ছিনতাই করে নেওয়া হয়। আবার একই রাতে সিউড়ি থানা লাগোয়া পরপর কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটতেও দেখেছেন এলাকার মানুষ। ওই একই রাতে শহরের আর এক প্রান্তে এক বৃদ্ধ দম্পতির বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল। তার পরেই আবার শহরের ব্যস্ততম এলাকায়। উপড়ে ফেলে চুরির চেষ্টা হয় আস্ত এটিএম থেকে। বোলপুরের ঘটনাতেও দুষ্কৃতীরাজের ওই একই ছবি দেখা গেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শান্তিনিকেতন আকাশবাণী কেন্দ্রে ঠিকা চুক্তির ভিত্তিতে চালকের পদে কাজ করেন মির্জাপুরের বাসিন্দা সমরজিৎ সেন। কাজ সেরে মঙ্গলবার রাত ১১টা নাগাদ নিজের মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সমরজিৎবাবু এ দিন বলেন, ‘‘ফেরার পথে কাশীপুর থেকে শিবতলা যাওয়ার দিকে মাঝে একটি ছোট সেতু পড়ে। ওই সেতুর কাছে পৌঁছতেই পিছন থেকে একটা জোর ধাক্কা খেলাম। কিছু বুঝে ওঠার আগেই মোটরবাইক সমেত রাস্তায় পড়ে যাই।’’ তাঁর দাবি, তখনই বুঝতে পারেন চার দুষ্কৃতী অপর একটি মোটরবাইকে পিছু নিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলেছে। কিন্তু রাস্তা থেকে ওঠার চেষ্টা করতেই দুষ্কৃতীরা তাঁকে রিভলভার দেখিয়ে মারধর করে। সমরজিৎবাবুর অভিযোগ, ‘‘ওরা রিভলভারের বাঁট দিয়ে মেরে আমার কনুই ফাটিয়ে দেয়। আমি কাতরাতে শুরু করলে দুষ্কৃতীরা দু’দলে ভাগ হয়ে আমার নতুন মোটরবাইকটি নিয়ে কাশিমবাজারের দিকে চম্পট দেয়।’’ আক্রান্ত ওই ঠিকাকর্মীর আরও দাবি, যাওয়ার আগে দুষ্কৃতীরা তাঁর মোবাইল ফোন, এটিএম কার্ড, প্যান কার্ড ও নগদ শ’চারেক টাকাও ছিনতাই করেছে। দুষ্কৃতীরা চলে গেলে কোনও রকমে দেড় কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরে ঘটনার কথা সবাইকে জানান তিনি। রাতেই পুলিশকে মৌখিক অভিযোগ করেন সমরজিৎবাবু। বুধবারই চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনা হল, যে এলাকায় ছিনতাইয়ের ঘটনাট ঘটেছে সেটি জাতীয় সড়ক ২বি সংযোগকারী একটি বাইপাস রাস্তা। ওই রাস্তা থেকে কয়েকশো মিটার এগোলেই শিবতলা মোড। তার চার মাথাতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা থেকে নিজেদের বাঁচাতে ছিনতাইকারীরা ওই রাস্তামুখো না হয়ে উল্টো পথে বোলপুরের দিকে পালায়। এ দিকে, ঘটনাস্থলের এক দিকে ইলামবাজার, বিপরীতে বোলপুর শহর। অন্য দিকে শ্রীনিকেতন এবং তার উল্টো দিকে বর্ধমান যাওয়ার রাস্তা রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আশপাশে সম্প্রতি পুলিশি নজরদারি কমেছে। আর তার জেরেই চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়তে শুরু করেছে। এই থানা এলাকাতেই দিন কয়েক আগেই স্থানীয় কাঁকুটিয়ার বাসিন্দা দীনবুন্ধু দাসকে মারধর করে তাঁর সাইকেল, টাকাপয়সা, সোনাদানা কেড়ে নিয়েছিল ছিনতাইবাজেরা।

বিশ্বভারতীর পল্লিসম্প্রসারণ কেন্দ্রের অধ্যাপক অমিত হাজরা বলছেন, ‘‘রাস্তায় পুলিশি প্রহরা না থাকলে চুরি-ছিনতাইয়ের ভয় থাকছেই। এখন থেকেই ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।’’ এলাকায় বাড়তে থাকা অপরাধের ঘটনা চিন্তায় ফেলেছে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ সুরভি মণ্ডলদেরও। সুরভির কথায়, ‘‘সাইকেল করে পথে আসা-যাওয়া করতে হয়। টিউশন থেকে ফিরতে কখনও সখনও রাত হয়ে যায়। ঘরে না ফেরা পর্যন্ত বাড়ির পরিজনেরা চিন্তায় থাকেন।’’ এই পরিস্থিতিতে এমন ব্যস্ত রাস্তায় পুলিশি নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Theft Burglary Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE