Advertisement
০৮ মে ২০২৪

মুরারইয়ে অবরোধ

এমনিতেই রাস্তার বেহাল দশায় এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। দিন তিনেক আগেও তার শিকার হয়েছে এক শিশু। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করলেন গ্রামবাসী।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০১:৫১
Share: Save:

এমনিতেই রাস্তার বেহাল দশায় এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। দিন তিনেক আগেও তার শিকার হয়েছে এক শিশু। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করলেন গ্রামবাসী। সোমবার সকালে মুরারই–রঘুনাথগঞ্জ রাস্তায় মুরারই থানার ভাদিশ্বর মোড়ের ঘটনা। প্রায় ঘণ্টা দু’য়েক অবরোধ চলার পরে মুরারই ১ বিডিও, মুরারই থানার ওসি এলাকায় যান। তাঁরা এলাকাবাসীর সঙ্গে আলোচনার পরে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এলাকার বাসিন্দা সুনীল অগ্রবাল, চমন জাফর, মহম্মদ শেখদের অভিযোগ, মুরারই–রঘুনাথগঞ্জ রাস্তার উপর মুরারই থানার ভাদিশ্বর মোড় থেকে ভাদিশ্বর মুখাগ্নিতলা পর্যন্ত রাস্তা দীর্ঘ ছ’বছর সংস্কার অভাবে বেহাল হয়ে পড়ে আছে। খানাখন্দ এড়িয়ে রাস্তার দু’পাশ দিয়ে হাঁটাচলা দায় হয়ে পড়েছে। আবার পাথরের ধুলো দূষণেও এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এলাকাবাসীর একাংশের আরও অভিযোগ, রাস্তার উপর অতিরিক্ত পণ্যবাহী (বিশেষ করে বালি, পাথর বোঝাই লরি) গাড়ি চলাচলের ফলে রাস্তার হাল দিনের পর দিন আরও খারাপ হয়ে পড়ছে। এর ফলেই প্রায় দিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন এলাকার মানুষ।

এ দিনই সকালেই আবার মুরারই থানার রাজগ্রাম হাসপাতাল পাড়ায় রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাতে যোগ দেন সংশ্লিষ্ট আম্বুয়া, সন্তোষপুর, বনরামপুর গ্রামের বাসিন্দাদের একাংশও। এলাকার লো-ভোল্টেজ সমস্যা নিয়েও বাসিন্দারা এ দিন দীর্ঘ ক্ষণ রাস্তা অবরোধ করেন। ভাদিশ্বর এবং রাজগ্রাম দু’টি জায়গাতেই এলাকায় গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন মুরারই ১ বিডিও তপন হালদার। তপনবাবু পরে বলেন, ‘‘দু’টি রাস্তা সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। পুজোর আগে রাস্তা দু’টি যাতে প্রাথমিক ভাবে সংস্কার করে এলাকাবাসীর দাবি সাময়িক ভাবে পূরণ করা হয়, সে ব্যপারে পূর্ত দফতরের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে।’’ এ ছাড়া লো-ভোল্টেজ সমস্যার দূর করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murarai road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE