সপ্তাহ দু’য়েক আগে জেলা সভাপতি পদে থাকাকালীন নলহাটিতে রামপুরহাট মহকুমার ৫টি বিধানসভা নিয়ে সাংগঠনিক সভায় অনুব্রত মণ্ডল জেলার তিনটি মহকুমায় দেড় লক্ষ মানুষের সমাগমে বড় মিছিল করার কথা ঘোষণা করেছিলেন। সেই পদ চলে যাওয়ার পরে বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলের ডাকা কর্মসূচিকে সমর্থন জানিয়েছিলেন দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার অনুব্রতর ঘোষিত সেই মিছিল ঘিরে রামপুরহাট শহর দলীয় পতাকায় কার্যত মুড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার থেকেই গান্ধী ময়দান সংলগ্ন দলের রামপুরহাট শহর কার্যালয়-সহ শহরের প্রধান রাস্তাগুলির উপর দলীয় পতাকা টাঙানো হয়েছে। রাস্তার ধারে কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোর্ড টাঙানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার বিকেলে রামপুরহাট গান্ধী ময়দান সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হওয়ার কথা। সে কারণে কর্মীদের পুরসভার মাঠ এবং সংলগ্ন এলাকায় সমবেত হওয়ার জন্য বলা হয়েছে।
দলের চেয়ারপার্সন তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “হিসেব মতো মহকুমা এলাকার ৮টি ব্লক থেকে এক লক্ষ লোকের সমাগম হওয়ার কথা। মূলত একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিল।” মিছিলে রামপুরহাট মহকুমার ৮টি ব্লকের সমস্ত স্তরের কর্মীদের পাশাপাশি দলের জেলার কোর কমিটির সদস্যরা সকলেই থাকবেন বলে বিধায়ক জানান। রামপুরহাট শহর কার্যালয় থেকে শুরু করে ডাকবাংলা মোড় হয়ে পাঁচ মাথা, ব্যাঙ্ক রোড, মহাজন পট্টি, কামারপট্টি মোড় হয়ে দেশবন্ধু রোড ধরে পাঁচমাথা মোড়ে মিছিল শেষ হবে। পাঁচ মাথা মোড়ে সংক্ষিপ্ত সভাও হওয়ার কথা।
এ দিকে রামপুরহাটে মহা মিছিলের জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক বাসের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রামপুরহাট ছ’ফুঁকো বাইপাস-সহ কিসান মান্ডি, বাসস্ট্যান্ড এলাকায় বাসগুলি রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া টোটো, অটো, ট্রেকারে এসেও কর্মীরা মিছিলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ফলে রবিবার বিকেলে কার্যত শহর অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)