Advertisement
E-Paper

Bhuban Badyakar: বাদাম-কাকুর হাতে এখন ৭০ হাজারের আইফোন, এ সব কখনও ভাবিনি, বলছেন ভুবন বাদ্যকর

সম্প্রতি দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করেছেন ভুবন। ঝাঁ-চকচকে সেই বাড়ির অন্দরসজ্জা। সেই ভুবনই এখন আই ফোনের মালিক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৩:০৬
আই ফোন হাতে ভুবন বাদ্যকর।

আই ফোন হাতে ভুবন বাদ্যকর। — নিজস্ব চিত্র।

এক সময় নিজে ব্যবহার করতেন ভাঙা মোবাইল। ভাঙা মোবাইলের বিনিময়ে বাদামও বিক্রি করতেন। সেই ভুবন বাদ্যকরের হাতে এখন কালো রঙের আইফোন ১৩। অতি সম্প্রতি ওই ফোনটি ব্যবহার করতে শুরু করেছেন ‘বাদাম-কাকু’।

গায়ক হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়তেই গাড়ি কিনেছিলেন ভুবন। তবে তা চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার পর বিক্রি করে দেন সেই গাড়ি। সম্প্রতি দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার কুড়ালজুড়ি গ্রামে পুরনো বাড়ির পাশে নতুন অট্টালিকা তৈরি করেছেন ভুবন। ঝাঁ-চকচকে সেই বাড়ির অন্দরসজ্জা। সেই ভুবনই এখন আইফোনের মালিক। ভুবন জানিয়েছেন, তাঁর গান শুনে খুশি হয়ে আইফোন উপহার দিয়েছেন দিল্লির এক ব্যক্তি। তাঁর বক্তব্য, ‘‘ভালবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। তাতে খুব খুশি হয়েছি। আমি এটা ভাবতে পারিনি। দিল্লির এক ব্যক্তি আমাকে এই উপহার দিয়েছেন। আমার গান শুনে তাঁর ভাল লেগেছে।’’

আইফোন ব্যবহারে এখনও সড়গড় হয়ে উঠতে পারেননি ভুবন। এমন আধুনিক ফোন ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে ভুবনের বক্তব্য, ‘‘এক সময় আমি ভাঙা মোবাইলের বদলে বাদাম বিক্রি করতাম। এখন সকলের আশীর্বাদে আমার হাতে আইফোন এসেছে। এটা কখনও ভাবিনি। এই ফোন দিয়ে ছবি তুলছি, ফোন করছি। তবে এখনও ইউটিউব দেখিনি। খুব ভাল লাগছে। বাড়ির লোকজনও খুব খুশি।’’

একটু একটু করে বেঁকে যাচ্ছে ভুবনের জীবন-স্রোত। সেই বাঁকবদলকে উপলব্ধি করেই তাঁর নতুন গান, ‘বাদাম বেচে খাই, সেলিব্রিটি ভাই, বাদামের তুলনা, দুনিয়াতে নাই।’

Bhuban Badyakar Badam Kaku iphone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy