Advertisement
২০ এপ্রিল ২০২৪
Murder

Congress Councillor Murder case: কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন পুলিশের, নেওয়া হবে সিআইডি-র সাহায্য

তপন হত্যায় জড়িয়েছে ঝালদার আইসি সঞ্জীব ঘোষের নাম। তাঁর বিরুদ্ধে পুলিশ সুপার এস সেলভামুরুগনকে অভিযোগ জানিয়েছেন তপনের স্ত্রী পুর্ণিমা।

পুলিশ সুপার এস সেলভামুরুগনকে অভিযোগ নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর।

পুলিশ সুপার এস সেলভামুরুগনকে অভিযোগ নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৫:১১
Share: Save:

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের খুনের তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পুলিশ। বুধবার এই খবর জানা গিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে। পাশাপাশি ওই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি-র সাহায্য নেওয়া হতে পারে বলেও জেলা পুলিশ সূত্রে খবর।
গত রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা গুলি করে খুন করে পুরুলিয়ার ঝালদা পুরসভার সদ্যজয়ী কংগ্রেস কাউন্সিলর তপনকে। ওই কাণ্ডে তপনের ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে। এর পরেই তপন হত্যার রহস্যভেদ করতে সিট গঠন করার কথা জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। ওই তদন্তকারী দলে ছ’জন পুলিশ আধিকারিক থাকবেন। তাঁদের মধ্যে ডিএসপি পদমর্যাদার কয়েক জন আধিকারিক রয়েছেন। ওই দলটি তপন হত্যার তদন্ত শুরু করবে। পাশাপাশি সিআইডি-র সাহায্য নেওয়া হতে পারে বলেও পুরুলিয়া জেলা সূত্রে খবর।

তপন হত্যায় জড়িয়েছে ঝালদার আইসি সঞ্জীব ঘোষের নামও। তাঁর বিরুদ্ধে সোমবার রাতেই পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগনকে অভিযোগপত্র পাঠিয়েছেন নিহত তপনের স্ত্রী পুর্ণিমা কান্দু। তাঁর কথায়, ‘‘ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। তাঁকে ওই পদে রেখে স্বামীর খুনের ঘটনার প্রকৃত তদন্ত হবে না। তাই তাঁকে আগে সরানো হোক। এই ঘটনায় এক জন গ্রেফতার হয়েছে। আরও যারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বার করা হোক। দোষীদের ফাঁসি চাই।’’ তপন হত্যায় ধৃত দীপককে বুধবার পুরুলিয়া আদালতে তোলা হয়েছিল। বিচারক দীপককে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Death xCONGRESS police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE