রাজ্য বিজেপি-তে বিদ্রোহ থামছেই না। দলের সাংগঠনিক রদবদল নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল প্রথমে। যার জেরে দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছিলেন রাজ্যের বেশ কয়েক জন বিজেপি বিধায়ক। সেই আগুন যে নেভেনি তার প্রমাণ মিলল। এ বার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি লিখেছেন বাঁকুড়া এবং পুরুলিয়ার মোট ৯ বিধায়ক। চিঠির বিষয়বস্তু নিয়ে বিশদে মুখ খোলেননি বিদ্রোহীদের কেউই। তবে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন ওই বিধায়কদের একাংশ।
সূত্রের খবর, বুধবার বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এবং ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়া নিজেরা আলাদা ভাবে চিঠি পাঠিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কয়েক জন কেন্দ্রীয় নেতাকে। বিষয়টি নিয়ে নীলাদ্রিশেখর বলেন, ‘‘দলের জেলা সভাপতিকে ধারে এবং ভারে ভারী হতে হবে। না হলে তিনি সংগঠনকে ধরে রাখতে পারবেন না। সভাপতি যদি ভাবেন, অন্যের ইশারায় চলবেন তা হলে দল চলবে না। আমরা চাই শাসকদলের চমকানি, ধমকানি প্রতিহত করার মতো শক্তিশালী জেলা সভাপতি হোক সংগঠনে। এই অবস্থায় আমাদের জেলায় দলের বহু পুরনো কর্মী বসে গিয়েছেন। তাঁরা যাতে দলে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন সে জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছি। এই চিঠিতে কোনও বিধায়কের সভাপতি বা অন্যান্য পদাধিকারীকে পছন্দ না হওয়ার মতো অভিমানের বিষয়টিও থাকতে পারে।’’