Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Dooarey Sarkar

মিছিলে শিশুরা, বিতর্ক

শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চাইল্ড লাইনের কর্মীরা জানাচ্ছেন, শিশুদের দিয়ে সচেতনতামূলক প্রচার করানো যেতে পারে। কিন্তু কোনও ভাবেই কোনও সরকারি প্রকল্পের বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রচার করানো ঠিক নয়।

বোলপুরে এই মিছিলে শিশুরা থাকায় বেধেছে বিতর্ক। নিজস্ব চিত্র।

বোলপুরে এই মিছিলে শিশুরা থাকায় বেধেছে বিতর্ক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
বোলপুর শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৩:১৫
Share: Save:

বোলপুরে ‘দুয়ারে দুয়ারে সরকার’-এর প্রচার মিছিল ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। মঙ্গলবার বোলপুরে, তৃণমূল ৮ নম্বর ওয়ার্ড কমিটির তরফে বেশ কয়েকটি ঢাক নিয়ে নিয়ে মিছিল করেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য ওমর শেখ ও তাঁর অনুগামীরা। অভিযোগ, সেই মিছিলেই এ দিন শিশুদের হাতে প্রকল্পের ব্যানার ধরিয়ে সরকারি প্রকল্পের প্রচার চালানো হয়।

শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চাইল্ড লাইনের কর্মীরা জানাচ্ছেন, শিশুদের দিয়ে সচেতনতামূলক প্রচার করানো যেতে পারে। কিন্তু কোনও ভাবেই কোনও সরকারি প্রকল্পের বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রচার করানো ঠিক নয়। এতে শিশুমনে নানা ধরনের প্রভাব পড়তে পারে। যদিও অভিযোগ অস্বীকার করে ওমর শেখ দাবি করেন, “প্রচার মিছিলে ঢাকের আওয়াজ শুনেই এ দিন কিছু বাচ্চা শামিল হয়েছিল। এর বেশি কিছু নয়।’’

বিজেপির বোলপুর মণ্ডল সভাপতি বিকাশ মিশ্র বলেন, “শিশুদের নিয়ে এই ধরনের সরকারি প্রকল্পের প্রচার কখনওই করা যায় না। প্রশাসন যেন আইনানুগ ব্যবস্থা নেয়।’’ এ জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ বলেন , “বিষয়টি জানা নেই। এমন ঘটে থাকলে গুরুত্ব দিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dooarey Sarkar Child Bolpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE