দুই জেলার বিভিন্ন পুরসভায় প্রশাসকমণ্ডলীতে পরিবর্তন আনা হল।শামিমদাদ খানের পরিবর্তে পুরুলিয়া পুরসভার নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মৃগাঙ্ক মাহাতো। পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর থেকে ওই বদলির নির্দেশ এসেছে।
পুরুলিয়া পুরসভার পাঁচ জনের যে পুরপ্রশাসকমণ্ডলী ছিল, তার মধ্যে চার জন সদস্যকে সরিয়ে নতুন চার জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের মধ্যে শামিমদাদ ছাড়াও রয়েছেন তৃণমূলেরই তিন কাউন্সিলর মৌসুমি দত্ত, মৌসুমি ঘোষ ও ময়ূরী নন্দী। মৌসুমি ঘোষ বর্তমানে শহর তৃণমূলের সভানেত্রী, ময়ূরী নন্দী পুরসভায় তৃণমূলের দলনেত্রী ছিলেন। যে চার জন এলেন তাঁর মধ্যে এক জন কাউন্সিলর দেবাশিস চট্টোপাধ্যায়। বাকিদের মধ্যে তৃণমূলের শহর তৃণমূলের সহ-সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল নেতা রানাপ্রতাপ সিংহ ও মৃগাঙ্কবাবু। নতুন বোর্ডেও রয়ে গিয়েছে প্রাক্তন উপপুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল।
হঠাৎ এই রদবদলের কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে শামিমদাদ খান বলেন, ‘‘এই রদবদলের কারণ জানি না। বিকেলে হঠাৎ ওই ই-মেল পেয়েছি। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাব।’’ মৃগাঙ্কবাবু বলেন, ‘‘পুর ও নগরোন্নয়ন দফতর থেকে বিকেলে ফোনে খবর পেয়েছি। শারীরিক অসুস্থতার জন্য বাড়িতে রয়েছি। সুস্থ হলেই দায়িত্ব নেব।’’