Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রোবট গড়ছে বিষ্ণুপুরের ছাত্রছাত্রীরা

সেরা রোবট তৈরি করতে পারলে মিলে যাবে পুরস্কার। তাই বই-খাতা ফেলে স্কুল পড়ুয়ারা এখন রোবট তৈরিতে ব্যস্ত। রোবটিক্স প্রযুক্তির দু’দিনের কর্মশালায় এসে বিষ্ণুপুরের পাঁচ স্কুলের ছাত্রছাত্রীরা এখন হাতে-কলমে বিজ্ঞানকে ছোঁয়ার নেশায় রীতিমতো বুঁদ হয়ে আছে।

হাতে-কলমে: চলছে কর্মশালা। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

হাতে-কলমে: চলছে কর্মশালা। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০১:১৪
Share: Save:

সেরা রোবট তৈরি করতে পারলে মিলে যাবে পুরস্কার। তাই বই-খাতা ফেলে স্কুল পড়ুয়ারা এখন রোবট তৈরিতে ব্যস্ত। রোবটিক্স প্রযুক্তির দু’দিনের কর্মশালায় এসে বিষ্ণুপুরের পাঁচ স্কুলের ছাত্রছাত্রীরা এখন হাতে-কলমে বিজ্ঞানকে ছোঁয়ার নেশায় রীতিমতো বুঁদ হয়ে আছে।

ভারত সরকারের ‘স্কিল ইন্ডিয়া’ কর্মসূচিতে সাড়া দিয়ে বিষ্ণুপুর ব্লকের শিরোমণিপুর গ্রামে বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং-এর পলিটেকনিক কলেজ ওই ছাত্রছাত্রীদের রোবটিক্স নিয়ে হাতে-কলমে শিক্ষা দিতে আসরে নেমেছে। শিরোমণিপুরেই বৃহস্পতিবার থেকে এই কর্মশালা শুরু হয়েছে। সেখানে যোগ দিয়েছে, বিষ্ণুপুর শহরের যমুনাদাস খেমকা উচ্চ বিদ্যালয়, পরিমলদেবী উচ্চ বালিকা বিদ্যালয়, শিবদাস উচ্চ বালিকা বিদ্যালয়, কৃত্তিবাস মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয় এবং বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের দশম ও একাদশ শ্রেণির মোট ৭৫ জন ছাত্রছাত্রী।

তাদের রোবট সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন রোবটিক্স প্রযুক্তি নিয়ে আইআইটি-র কানপুর ও মুম্বই থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসা এই পলিটেকনিক কলেজের ২২ জন ছাত্রছাত্রী।

তাঁদের মধ্যে সৌভিক মণ্ডল, প্রিয়া সরকার, সুদেষ্ণা গোস্বামী, অভিষেক বিশ্বাসদের দেখা গেল উৎসাহ নিয়ে রোবট তৈরির পাঠ দিচ্ছেন। আর তাঁদের কথা মন দিয়ে শুনছে কৃত্তিবাস উচ্চ বিদ্যালয়ের অপু রুইদাস, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সঞ্চারী দত্ত, যমুনা দাস খেমকা উচ্চ বিদ্যালয়ের তনুকা বাউরিরা।

তারা বলে, ‘‘রোবট নিয়ে সবারই বড়জোর সামান্য জ্ঞান ছিল। কিন্তু দাদা-দিদিদের কাছে রোবট সম্পর্কে অনেক তথ্য পাচ্ছি। মনে হচ্ছে একটা নতুন জগতের দরজা আমাদের সামনে খুলে যাচ্ছে।’’

কলেজের রেজিস্ট্রার কৌশিক পাল বলেন, ‘‘গত এক বছর ধরে স্কুলগুলিতে গিয়ে রোবট নিয়ে প্রাথমিক পাঠ দিয়ে আসা হয়েছে। এ বার এই দু’দিনে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রোবটের ব্যবহার বোঝানো হচ্ছে। দ্বিতীয় দিন পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে রোবট তৈরির যন্ত্রাংশ তুলে দেওয়া হবে। তাঁদের তৈরি সেই রোবট নিয়ে প্রতিযোগিতা হবে। যাদের রোবট সেরা হবে, সেই স্কুলকে পুরস্কৃত করা হবে।’’ তিনি জানান, ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি রোবট নিজেদের স্কুলে রাখবে। যা দেখে স্কুলের অন্য ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে। অভিভাবকেরাও এসেছিলেন শিবিরে।

বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান সত্যসাধন দত্ত বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য এই প্রযুক্তি সচেতনতার মধ্যে দিয়ে গড়ে উঠবে ভবিষ্যতের অনেক কৃতী রোবট বিশেষজ্ঞ। দেশের প্রযুক্তি বুনিয়াদকে তারা আরও শক্তিশালী করে তুলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Robot School Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE