Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সেতুর জন্য উচ্ছেদ শুরু সিউড়িতে

অনুমোদন হয়েছে রোড ওভারব্রিজ বা উড়ালপুলটির। রাজ্য সরকারের সহযোগিতায় সেতুটি গড়বে রেল। ওভারব্রিজ গড়ার জন্য রেলের জায়গা দখল করে থাকা বস্তি এবং স্থায়ী-অস্থায়ী দোকান মালিকদের উঠে যেতে বলা হয়েছে।

সিউড়ির স্টেশন মোড়ে রেলের জমি খালি করে দিচ্ছেন জবরদখকারীরাই। সোমবার। নিজস্ব চিত্র

সিউড়ির স্টেশন মোড়ে রেলের জমি খালি করে দিচ্ছেন জবরদখকারীরাই। সোমবার। নিজস্ব চিত্র

দয়াল সেনগুপ্ত
সিউড়ি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৬
Share: Save:

জেলার সদর শহর। ব্যস্ত রাস্তা দিয়ে গন্তব্যের দিকে ছুটে চলেছে সাইকেল, মোটরবাইক, অ্যাম্বুল্যান্স, বাস-ট্রাক। ছুটছেন অফিসযাত্রী, স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ। হঠাৎ ছন্দপতন। থেমে গেলেন সবাই। হাটজনবাজার রেলগেট বন্ধ হয়ে গিয়েছে যে! ট্রেন বা মালগাড়ি আসছে।

এ ছবি শুধু দিনের ব্যস্ত সময়ের নয়। সিউড়ি স্টেশন লাগোয়া সিউড়ি-বোলপুর রাস্তায় থাকা হাটজনবাজার লেভেলক্রসিং পেরিয়ে যাওয়ার ওই যন্ত্রণা কমবেশি এক দিনে বার পঞ্চাশেক পোহাতে হয়। সিউড়ির বাসিন্দারা জানাচ্ছেন, শহরের ১৮ নম্বর ওয়ার্ডটি লেভেল ক্রসিংয়ের ওপারে। উড়ালপুল বা রোড ওভারব্রিজ না থাকায় শুধু ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নন, রেলগেট বন্ধ হলে ভুগতে হয়, শহরবাসী এবং বিভিন্ন প্রয়োজনে বোলপুর, লাভপুর, কীর্ণাহার বা কাটোয়া থেকে আসা মানুষকে।

সেই ছবি এ বার বদলাতে চলেছে। অনুমোদন হয়েছে রোড ওভারব্রিজ বা উড়ালপুলটির। রাজ্য সরকারের সহযোগিতায় সেতুটি গড়বে রেল। ওভারব্রিজ গড়ার জন্য রেলের জায়গা দখল করে থাকা বস্তি এবং স্থায়ী-অস্থায়ী দোকান মালিকদের উঠে যেতে বলা হয়েছে। এত বছর ধরে রেলের জায়গায় বসবাস করে হঠাৎ বাড়ি, ঘর ও ব্যবসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নোটিস-এ মুষড়ে পড়েছেন দখলদারেরা। অন্য দিকে, খুশি ভুক্তভোগীরা।

ঘটনা হল, অন্ডাল-সাঁইথিয়া শাখায় থাকা সিউড়ি স্টেশনটি ব্রিটিশ আমলের। বেশ কয়েক বছর আগে ওই শাখায় ডবল লাইন ও বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়েছে। যেহেতু উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে আসানসোল হয়ে সিউড়ি স্টেশন ছুঁয়ে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেন যায়। তাই ট্রেনের সংখ্যা বেড়েছে। বিশেষ করে মালগাড়ির সংখ্যা। তাতেই দুর্ভোগে পড়েছিলেন ওই রাস্তা ব্যবহারকারীরা। সকলেই চাইছিলেন উড়ালপুল হোক। সেই দাবি পূরণের প্রাথমিক পর্ব শুরু হয়েছে।

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র বলছেন, ‘‘কাজে হাত পড়েছে। সয়েল টেস্ট হয়ে গিয়েছে। দখলদাররা সরে গেলেই কাজ আরও দ্রুত গতিতে শুরু হবে।’’ বুধবার প্রশাসন, পূর্ত দফতর ও রেল সিউড়িতে বৈঠক করবে।
রূপায়নবাবুর আশা, বছরে দেড়েকের মধ্যেই কাজ শেষ হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উড়ালপুল গড়ছে রেল। কিন্তু, রাজ্য সরকারের সঙ্গে যে মৌ স্বাক্ষরিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রশাসন ও পূর্ত দফতর দখলদারদের সরিয়ে জায়গাটি রেলকে হস্তান্তর করুক। কাজ শুরু হবে তারপরই। মহকুমাশাসক (সিউড়ি সদর মহকুমা) কৌশিক সিংহ বলছেন, ‘‘উড়ালপুল এবং উড়ালপুল সংযোগকারী ক্রমশ ঢাল হয়ে নেমে আসা দু’দিকের রাস্তা তৈরিতে যে অংশটি প্রয়োজন, সেটা শুধু রেলের জায়গাই নয়। রয়েছে সরকারি জায়গাও। মোট ২৪টি প্লট খালি করতে হবে। রয়েছে কিছু ব্যক্তি মালিকানাধীন জমিও। সেই কাজই পূর্ত দফতর ও প্রশাসন করবে।’’

সিউড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে গত ২২ তারিখে নোটিস দিয়ে দখলদারদের বলা হয়েছে পাঁচ তারিখের মধ্যেই যেন অন্যত্র সরে যান। না হলে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। সোমবার ছিল নোটিসে উল্লেখিত শেষ দিন। সিউড়ির উপপুরপ্রধান বিদ্যাসাগর সাউ বলছেন, ‘‘মোট ৪০টি স্থায়ী ও অস্থায়ী দোকান ও রেলবস্তির বেশ কিছু পরিবারকে সরতে হচ্ছে।’’

কিন্তু, সরকারি ফরমান মানতে গিয়ে যথেষ্ট বেকায়দায় আশ্রয়হীন পরিবারগুলি। সোমবার সকালে গিয়ে দেখা গেল, এত দিনের বসত ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছেন। এরপর কোথায় কিছু ঠিক নেই। রহিমা বিবি, জুলি বিবি, নাজমা বিবি, মঞ্জিলা বিবিরা বলছেন, ‘‘মানছি রেলের জায়গায় বসবাস করছি। তাই সেতু হলে সরতেই হবে। কিন্তু, যে অংশ সেতুর জন্য প্রয়োজন নেই সেখান থেকেও সরতে বলছে রেল। বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাব কিছু ঠিক করতে পারছি না।’’ অন্য দিকে, রেলের জায়গা দখল করে কয়েক পুরুষ ধরে সেলুন চালানো অভিজিৎ ভাণ্ডারি কিংবা ২৫ বছর ধরে সাইকেল দোকান চালানো হারাধন মণ্ডলরা বলছেন, ‘‘সেতু হোক আমরা চাই। কিন্তু, আমাদের পরিবার কী ভাবে চলবে জানা নেই।’’

প্রশাসন ও রেলের বক্তব্য, রেল ও সরকারি জায়গা দখল করে যাঁরা বসবাস করছেন, তাঁদের প্রতি সহানুভূতি দেখাতে গেলে তো সেতুটাই হয় না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suri flyover eviction সিউড়ি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE