Advertisement
১৮ মে ২০২৪
Rain fall

Lavpur: টানা বৃষ্টিতে লাভপুরে ভাঙল নদীবাঁধ, জলের তোড়ে ভাসল একের পর এক বাড়ি, দেখুন ভিডিয়ো

জলের স্রোতে ভেঙে গিয়েছে কান্দোরকুল গ্রামের নদীবাঁধ। তার জেরে প্লাবিত হয়েছে মাঠের পর মাঠ। প্রায় ১৫টি গ্রাম ভেসে গিয়েছে লাভপুরে।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
লাভপুর শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২২:৪৯
Share: Save:

বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলা। জলস্তর বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার নদীগুলিতেও। বীরভূমেও কুয়ে নদীর জলস্তর বেড়ে ভাঙল নদীবাঁধ। জলের তোড়ে গ্রামের পর গ্রাম ভেসে যাওয়ার ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে এল লাভপুর থেকে।

জলের স্রোতে ভেঙে গিয়েছে কান্দোরকুল গ্রামের নদীবাঁধ। তার জেরে প্লাবিত হয়েছে মাঠের পর মাঠ। প্রায় ১৫টি গ্রাম ভেসে গিয়েছে লাভপুরে। প্রচুর মাটির বাড়ি ভেঙে গিয়েছে। চারটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ১৫০০ গ্রামবাসী আটকে পড়েছেন ওই এলাকায়।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে আনা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ-সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলাশাসক বলেন, ‘‘প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মাটির বাড়ি ভেঙেছে। যাঁরা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার করার কাজ চলছে।’’ স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ‘‘জল একটু নামলেই আগে বাঁধ সারাবার চেষ্টা করব। আগে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চালানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain fall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE