Advertisement
০৪ মে ২০২৪

বোলপুরে শিক্ষক দম্পতির ঘরে চুরি

ছুটিতে কলকাতার বাড়িতে ফিরেছিলেন এক শিক্ষক দম্পতি। তারই সুযোগ নিয়ে তাঁদের বোলপুরের ভাড়াবাড়ির জানলা ভেঙে টাকাপয়সা ও জিনিসপত্র চুরি করল দুষ্কৃতীরা।

চুরির পরে। —নিজস্ব চিত্র।

চুরির পরে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০২:০৫
Share: Save:

ছুটিতে কলকাতার বাড়িতে ফিরেছিলেন এক শিক্ষক দম্পতি। তারই সুযোগ নিয়ে তাঁদের বোলপুরের ভাড়াবাড়ির জানলা ভেঙে টাকাপয়সা ও জিনিসপত্র চুরি করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে বোলপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুনপল্লির ঘটনা। শুক্রবার সকালেই বিষয়টি জানাজানি হয়। এ দিনই বোলপুর থানায় চুরির লিখিত অভিযোগ করেছেন ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বোলপুরের কাছে বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ে অর্ণবচন্দ্র গায়েন এবং তাঁর স্ত্রী দীপালিদেবী রামপুরহাট গার্লস হাইস্কুলে শিক্ষকতার কাজ করেন। কর্মসূত্রে গত দু’বছর ধরে বোলপুরের নতুনপল্লির বাসিন্দা কাঞ্চন ভকতের বাড়ির নীচের তলায় ভাড়া থাকেন কলকাতার সোনারপুরের বাসিন্দা ওই দম্পতি। সাপ্তাহিক এবং অন্যান্য ছুটির দিনে কলকাতার বাড়িতে যান ওই শিক্ষক দম্পতি। শুক্রবার ছুটি থাকায় বৃহস্পতিবার স্কুলের পরে কলকাতা ফিরেছিলেন তাঁরা। কাঞ্চনবাবু এ দিন দুপুরে বলেন, ‘‘ওরা নীচের ঘরে আর আমরা দোতলায় থাকি। রাতে দরজা জানালা বন্ধ ছিল। বাড়ির সদর দরজাতে দেওয়া ছিল দু’টি তালা। সকালে ছাদে ঘুরতে গিয়ে দেখি, বাড়ির পাশে একটি জানালা পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় নীচে নামি। দেখি অর্ণববাবুদের ডাইনিংয়ের জানালা ভাঙা।’’ তখনই চুরির বিষয়টি ধরা পড়ে। কাঞ্চবাবুরা দেখেন, গোটা ঘোর লন্ডভন্ড, বাড়ির যত্রতত্র জিনিসপত্র ও আসবাব ছড়ানো। আলমারি ভাঙা। এর পরেই কাঞ্চনবাবু ফোন করে ভাড়াটে শিক্ষক দম্পতিকে ঘটনার কথা জানান।

চুরির খবর পেয়ে এ দিনই বোলপুরে ফিরে আসেন ওই দম্পতি। তাঁর স্ত্রী থানায় লিখিত অভিযোগ জমা করেন। পরে অর্ণববাবু বলেন, “সোমবার ফেরার কথা ছিল। তার আগেই অঘটন ঘটে গেল। সোনাদানা, নগদ টাকা, নানা জিনিস ও আসবাবপত্র চুরি গিয়েছে।’’ ওই শিক্ষক দম্পতির দাবি, সোনাদানা, নগদ ১০ হাজার টাকা, একটি এলইডি টিভি, ল্যাপটপ, দামি ঘড়ি-সহ তাঁদের প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। এ দিনের ঘটনার পরে স্বাভাবিক ভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ইদানিং পাড়ায় বেশ কিছু অচেনা মুখের যুবকের আনাগোনা বেড়েছে। দিনভর নানা বাহানায় ঘোরাফেরা করে তারা এলাকা সম্বন্ধে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছে। তার পরে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। বাড়ির মালিক ভকত দম্পতির দাবি, বাড়ির দোতলায় রাতে থাকলেও নীচের ঘরের জানালা ভেঙে গ্রিল তুলে লুটপাঠের খবর তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অপরাধীদের ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

theft bolpur police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE