বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার ওন্দায়। বিজেপির অভিযোগ, ওই নেতাকে পরিবার-সহ পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তৃণমূল। গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বাঁচেন সকলে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনাটি ঘটেছে।
তাপসের বাড়ি ওন্দা থানার নন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ৯টা নাগাদ স্থানীয় নাকাইজুড়ি এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরেন বিজেপির সোশ্যাল সেলের নেতা তাপস বারিক। তার পরে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েছিলেন। তাপসের দাবি, গভীর রাতে কোনও শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনই লক্ষ্য করেন তাঁর বাড়ির খড়ের চালে পেট্রল ঢেলে কয়েক জন দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকে দেয় দুষ্কৃতীরা।
আগুন দেখে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা ওই বাড়ির দরজা ভেঙে তাপস এবং তাঁর পরিবারকে উদ্ধার করেন। তাপসের দাবি, শুধু তাঁর বাড়িতে নয়, দোকানেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনার কথা জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাজির হন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সকাল থেকে নাকাইজুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা।
আরও পড়ুন:
তাপসের দাবি, তাঁর বাড়ি এবং দোকানে হামলা চালানোর নেপথ্যে রয়েছে তৃণমূলও। তাঁর দাবি, ‘‘বিজেপি করার অপরাধেই আমার উপর হামলা চালিয়েছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা। আমার বাড়ি পুড়িয়ে ফেলার পাশাপাশি দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। আমাকে পরিবার-সহ পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। আমি এই ঘটনার প্রকৃত তদন্ত এবং বিচার চাই।’’ ওন্দার বিধায়কের অভিযোগ, ‘‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই হামলা চালিয়েছে তৃণমূল। দোষীদের দ্রুত গ্রেফতার না-করা না আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।’’ যদিও তৃণমূল এই ঘটনার দায় অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অভিরূপ খাঁ বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করলেই আসল বিষয় সামনে আসবে।’’ এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, অভিযোগ পেলে পুলিশ সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।