বিজেপি-র এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামে। আহত অবস্থায় ওই নেতাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শিলন শেখ বিজেপি-র সংখ্যালঘু সেলের নেতা। সকালে তিনি বাজারে গিয়েছিলেন। অভিযোগ, তাঁকে মারধর করেন তৃণমূলের বেশ কয়েক জন। শিলনকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পিস্তলের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
কয়েক দিন আগে শিলনের নেতৃত্বে ৩০০রও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি-তে যোগ দেন। গত ২০ নভেম্বর মাড়গ্রামে বিজেপি-র একটি সভা হয়। সেখানেই সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ বিজেপিতে যোগ দেন। বিজেপি-র অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বিজেপি-তে যোগদান করানোর জন্যই শিলনের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।