লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তপ্ত রাজনৈতিক আবহে বন্ধ হয়ে গিয়েছিল নারায়ণপুর বাজারে তৃণমূলের কার্যালয়। দু’মাস পরে শনিবার খুলল সেই কার্যালয়।
নারায়ণপুর অঞ্চলের তৃণমূল সভাপতি প্রশান্ত শাল দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়টি ফের চালু করেন। দলীয় পতাকাও তোলেন। প্রশান্তবাবুর অভিযোগ, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পরেই বিজেপির লোকজন ভাঙচুর চালিয়েছিল পার্টি অফিসে। আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছিল। পরিস্থিতি বদলাচ্ছে। স্থানীয় মানুষের সাহায্যে আমরা পার্টি অফিসটি খুলেছি।’’
বিজেপির পাত্রসায়র ২ নম্বর মণ্ডলের সম্পাদক অনুপ ঘোষের পাল্টা দাবি, ‘‘ওরা নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল।’’